<p>লেস্টারের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি চার ম্যাচ পর লিগে জয় পেল। শেষ ১০ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। তবে জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, পাঁচ ম্যাচ অজয় থাকার পর জয়টি তাকে ‘রিলিফ’ (স্বস্তি) দিয়েছে। তবে লিগ শিরোপা জয়ের ‘কোনো সুযোগ’ নেই বলে স্বীকার করে নিয়েছেন তিনি।</p> <p>রিলিফ প্রসঙ্গে বলতে গিয়ে সিটি কোচ বলেছেন, ‘শুধু রিলিফ, এই শব্দটাই আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য যথেষ্ট। গত কয়েক বছর ধরে আমরা অসাধারণ কিছু করেছি, আর এখন আমরা ম্যাচ জেতার জন্য সংগ্রাম করছি, তাই এখন শুধু রিলিফ।’</p> <p>লিগ শিরোপা নিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগ জয়ের থেকে অনেক দূরে। আমরা মেনেই নিচ্ছি যে এখন আর কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের অন্য কিছুর জন্য লড়াই করার সুযোগ আছে : এফএ কাপ, শীর্ষ চারের জন্য... এবং ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে।’</p> <p>এই জয়ে সিটি পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে, তবে তারা শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। লেস্টারের বিপক্ষে জয়ের আগে ক্লাবটি তাদের আগের ১৩টি লিগ ম্যাচের মাত্র একটিতে জিতেছিল এবং হেরেছিল ৯টি ম্যাচ।<br /> এই ম্যাচে গার্দিওলা সিটির কোচ হিসেবে ৫০০তম ম্যাচ উদযাপন করেন।</p>