বাবরের মন্থর ইনিংসেই ডুবেছে পাকিস্তান—বলছেন সাবেকরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবরের মন্থর ইনিংসেই ডুবেছে পাকিস্তান—বলছেন সাবেকরা
৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। ছবি : এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড লক্ষ্য দাঁড় করায় ৩২১ রানের। ওভারপ্রতি স্বাগতিকদের দরকার ছিল ৬.৪২ রান। কিন্তু ব্যাটিংয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাবর আজম। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৯০ বলে ৬৪ রানের মন্থর ইনিংস।

ব্যাটিং করেছেন ৭১.১১ স্ট্রাইক রেটে। ফলাফল ৬০ রানে হেরে গেছে পাকিস্তান। এই হারে বিদায়েরও শঙ্কা জেগেছে পাকিস্তানের। 

টপ অর্ডারে ব্যাটিংয়ে নেমে বাবরের এমন ইনিংসের সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ কাইফের মতো সাবেকরা।

ম্যাচ হারের পেছনে বাবরের ইনিংসের দায় দেখছেন তারা। 

ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর আজম যেন রান রেট নিয়ে না ভাবে। সে যতটা সম্ভব সময় নিক এবং পাকিস্তানের ব্যাটিং তাকে ঘিরে আবর্তিত হোক। কিন্তু আমার তো মনে হয় সে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং সেটাই করেছে।

তাই বলে আমি ওকে এতগুলো ডট দিতে বলিনি।’

এদিন বাবর ৯০ বলের মধ্যে ৫২টি ডট বল খেলেছেন। অর্থাৎ ৫৭.৭৭% বলে তিনি কোনো রান নিতে পারেননি। আর ৩০০-এর বেশি লক্ষ্যে নেমে বাবর ফিফটি করতে খেলেছেন ৮২ বল। 

ভারতের সাবেক স্পিনার অশ্বিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সালমান আলী আগার ব্যাটিংয়ের সঙ্গে ফিফটির পথে বাবরের যাত্রা যেন কচ্ছপ ও খরগোশের গল্পের সেরা চিত্রায়ণ।

৬৯ রানে ৩ উইকেট পড়ার পর সহ-অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৫৯ বলে ৫৮ রানের জুটি গড়েন বাবর। যার মধ্যে সালমান আগা ২৮ বলে করেছেন ৪২ রান, আর ৩১ বলে ১৬ রান বাবরের। ইনিংস দুটির পার্থক্য বোঝাতে গিয়েই অশ্বিন কচ্ছপ ও খরগোশের দৌড়ের গল্প মনে করালেন। 

আরেক সাবেক কাইফের মতে, বাবরের ব্যাটিং মনে হয়েছে বাপ-দাদার আমলের। তিনি এক্সে লিখেছেন, ‘বাবর এখনো ৮০-এর দশকের ওয়ানডে ক্রিকেট খেলছে। অনিয়মিত স্পিনারদের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছে, মাঝের ওভারগুলোতেও অল্প রান এসেছে। এটা (এ ধরনের ব্যাটিং) আধুনিক ক্রিকেটে কোনো কাজে আসে না।’

পাকিস্তানের পরের ম্যাচ আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ
আর্চার সাগরের সঙ্গে মিরাজ। ছবি : কালের কণ্ঠ

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন তিনি।

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

২০২৪ সাল দুর্দান্ত কেটেছে মিরাজের।

ব্যাট হাতে হাজারেরও বেশি রানের সঙ্গে উইকেট নিয়েছেন ৪০টি। তারই স্বীকৃতি জুটেছে। সেরা হতে পেছনে ফেলেছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে। পুরস্কার পেয়ে খুশি মিরাজ বলেছেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য।
এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।’

আরো পড়ুন
‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন

‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন

 

দর্শক-সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।

সঙ্গে বর্ষসেরা ফুটবলারও হয়েছেন ঋতুপর্ণা। উদীয়মান ক্রীড়াবিদের ‍পুরস্কার জিতেছেন পেসার নাহিদ রানা। সবমিলিয়ে ১৫ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বিএসপিএ।
 

পুরস্কার বিজয়ীদের তালিকা-

স্পোর্টস পারসন অব দা ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল)।

বর্ষসেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার- ঋতু পর্ণা চাকমা।

বর্ষসেরা আর্চার- সাগর ইসলাম।

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- জহির রায়হান।

উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট)।

বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়।

বর্ষসেরা দলগত সাফল্য- জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি।

বর্ষসেরা কোচ- মওদুদুর রহমান শুভ (হকি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব- বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)।

বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস)।

বর্ষসেরা আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশেষ সম্মাননা- হামিদুল ইসলাম।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন
‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন। ছবি : ক্রিকইনফো

মাঠের পারফরম্যান্সে অনেক পুরস্কারই পেয়েছেন জেমস অ্যান্ডারসন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় মাঠ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ নাই আর তার। তবে দুই দশকের বেশি সময় ইংল্যান্ডের ক্রিকেটে অনবদ্য অবদান রাখায় দুর্দান্ত এক স্বীকৃতি জুটেছে তার।

‘নাইটহুড’ পুরস্কার পেতে যাচ্ছেন অ্যান্ডারসন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লিস্টে কিংবদন্তি পেসারের নাম রয়েছে। তাই ক্রিকেটার পরিচয়ের বাইরে ‘স্যার’ উপাধি পাচ্ছেন তিনি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে অবসর নেওয়ার সময় দীর্ঘ সংস্করণে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ৪২ বছর বয়সী সাবেক পেসার।

আরো পড়ুন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

 

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের।

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে শচীন টেন্ডুলকারের (২০০ টেস্ট) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ টেস্ট খেলেছেন তিনি। আর ১৯৪ ওয়ানডের বিপরীতে ১৯ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডের ২৬৯ উইকেটের বিপরীতে সংক্ষিপ্ত সংস্করণে পেয়েছেন ১৮টি।

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

এর আগে ২০১৬ সালে বাকিংহাম প্যালেসে প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) মেডেল পুরুস্কারও নিয়েছেন অ্যান্ডারসন।

তার আগে ‘নাইটহুড’ পেয়েছেন তারই এক সময়কার দুই সতীর্থ স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউসও। এ ছাড়া ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য আরো অনেকে এই সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছেন।

মন্তব্য

স্টেডিয়ামে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ, দুজনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
স্টেডিয়ামে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ, দুজনের মৃত্যু
দুই ফুটবল সমর্থকের মৃত্যুর পর ম্যাচ বাতিল করেছে কনমেবল। ছবি : এএফপি

আনন্দ নিতে গিয়ে জীবন হারাবেন এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি দুই সমর্থক। গতকাল কোপা লিবের্তাদোরেসের ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফেরার বিপরীতে লাশ হয়ে ফিরতে হয়েছে তাদের।

চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। চিলির ক্লাব কোলো কোলোর বিপক্ষে ব্রাজিলের ক্লাব ফোর্তালেজার  মুখোমুখি হওয়ার আগে ঘটনাটি ঘটে।

জানা যায়, ম্যাচ শুরুর আগে ১০০ জন দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে দুই জন প্রাণ হারান।

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

মৃত দুজনের একজন ১৩ বছরের বালক এবং অপরজন ১৮ বছরের তরুণী বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, সংঘর্ষের সময় স্টেডিয়াম ধসে পড়লে তার বোন একটি বেষ্টনীর নিচে আটকা পড়ে।

সে সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

আরো পড়ুন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

 

এমন ঘটনায় পরে ম্যাচ বাতিল করেছে কনমেবল। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহত।

নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরো পড়ুন
৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

 

ঘটনায় পুলিশের গাড়ির সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চিলির প্রসিকিউটর ফ্রান্সিসকো মোরালেস। তিনি বলেছেন, ‘আমরা জেনেছি, বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাদের মৃত্যুতে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল
প্রতীকী ছবি

৬৪ দলের বিশ্বকাপ ভাবনাকে বাজে বলে মত দিয়েছিলেন আলেক্সজান্ডার সেফেরিন। উয়েফার সভাপতি এত দলের বিশ্বকাপ আয়োজনে সম্মতি না দিলেও ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাব দিয়েছে কনমেবল।

গতকাল ফিফাকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ  নিয়ন্ত্রক সংস্থার সভা শেষে ডমিঙ্গেজ বলেছেন, ‘বিশ্ব মঞ্চের অভিজ্ঞতা সব দেশকে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

আনন্দ নেওয়া থেকে যেন গ্রহের কোনো দলই বাদ না যায়।’

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল হলেও শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়েতেই হয়েছিল। এমন উদযাপন একবারই করার সুযোগ পাওয়া যায় বলে শতবর্ষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় কনমেবল।

ডমিঙ্গেজ বলেছেন, ‘শতবর্ষ উদযাপনকে অদ্বিতীয় করতে হবে। কেননা ১০০ বছরের উদযাপন একবারই করা যায়।’

এর আগে ফিফার সভায় শতবর্ষ বিশ্বকাপে ৬৪ দলের প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের এক প্রতিনিধি। গত ৬ মার্চের সেই সভায় দ্বিমত পোষণ করেন সেফেরিন।

তিনি বলেছিলেন, ‘প্রস্তাব শুনে আপনাদের চেয়েও বেশি অবাক হয়েছিলাম। আমি মনে করি, এটি বাজে পরিকল্পনা। বিশ্বকাপের জন্য এটি ভালো পরিকল্পনা নয়, এমনকি বাছাইপর্বের জন্যও। জানি না এটি কোত্থেকে এসেছে।অদ্ভূত লাগছে যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না!’

আরো পড়ুন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

 

২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে কিনা তা ঠিক করার যথেষ্ট সময় পাচ্ছে ফিফা।

তবে ২০২৬ বিশ্বকাপ যে ৪৮ দলের হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আগের থেকে ১৬ দল বেশি নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বিশ্বকাপ হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ