ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা মরিনহোকে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা মরিনহোকে
হোসে মরিনহো। ছবি : এএফপি

প্রতিপক্ষ খেলোয়াড়  ও তুর্কি রেফারিদের প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য ফেনারবাচের পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

তুরস্কের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার জানায়, ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৪৪ হাজার ডলার) জরিমানা গুণতে হবে মরিনহোকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে।

মরিনহোর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করে ফেডারেশন।

গত সোমবার তুরস্কের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ফেনারবাচে ও গ্যালাতসরাইয়ের ম্যাচ ছিল। দুই ক্লাবের অনুরোধে এই ম্যাচে বিদেশি রেফারি আনা হয়। ম্যাচটি পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি চ্যালেঞ্জ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। গ্যালাতসরাইয়ের ডাগ আউটের ফুটবলাররা বেশ উত্তেজিত দেখা গিয়েছিল তখন। সেই ঘটনায় আকচিচেককে হলুদ কার্ড না দেখানোয় রেফারি ভিনচিচের প্রশংসা করেন মরিনিয়ো।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, রেফারিদের কক্ষে গিয়ে তিনি তাদের সঙ্গে দেখা করে এসেছেন।

‘ম্যাচ শেষে রেফারিদের ড্রেসিং রুমে গিয়েছিলাম আমি। চতুর্থ রেফারিও সেখানে ছিল, যিনি তুরস্কের রেফারি। মূল রেফারিকে (ভিনচিচ) আমি বলেছি, ‘এখানে আসার জন্য ধন্যবাদ। কারণ বড় একটি ম্যাচে আপনি এসেছেন এবং দায়িত্ব পালন করেছেন।’ এরপর চতুর্থ রেফারির দিকে ঘুরে বলেছি, ‘এই ম্যাচে আপনি রেফারি থাকলে বিপর্যয় হয়ে যেত।
’ তাকে যখন এটা বলেছি, আমি আসলে (তুরস্কের) সবাইকেই বুঝিয়েছি, তাদের সহজাত প্রবণতা।’

‘এই ঘটনায় রেফারিকে ধন্যবাদ জানিয়েছি আমি। কারণ, এখানে যদি তুরস্কের কোনো রেফারি থাকত, প্রথম মিনিটেই ওদের এক ফুটবলার যেভাবে ডাইভ দিয়েছে, ওদের বেঞ্চের ফুটবলাররা বাচ্চা ছেলেটির (আকচিচেক) ওপর যেভাবে বানরের মতো লাফালাফি করছি… তুর্কি রেফারি থাকলে এসব দেখেই হলুদ কার্ড দিয়ে দিত এক মিনিটেই এবং পাঁচ মিনিট পর তার বদলি কাউকে নামাতে হতো আমাকে।’

মরিনহোর এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় গ্যালাতসরাই। ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ক্লাবটি।

ফেনারবাচে অবশ্য কোচের পাশেই দাঁড়ায়। তারা বিবৃতিতে বলেছিল, মরিনিয়োর মন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে। তারাও পাল্টা ঘোষণায় জানায়, ভিত্তিহীন অভিযোগেরর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
সংগৃহীত ছবি

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

মোহামেডান দলের ফিজিও এনামুল হক বলেন, ‘সকালে আমরা যখন মাঠে এলাম, সব ঠিকই ছিল। মাঠে নামার পর সে অসুস্থ হয়ে পড়ে। বলল বুকে ব্যথা করছে। আমরা দেরি না করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়েছিলাম।

পরে সিদ্ধান্ত হয় ঢাকায় নেওয়ার।’

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। আবারও স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই তামিম ইকবালের চিকিৎসা চলছে।

তামিমের অসুস্থতার জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত করেছে বিসিবি।

সাভারে তামিমকে দেখতে যাচ্ছেন আকরাম খানসহ কয়েকজন বোর্ড পরিচালক।

মন্তব্য

বাংলাদেশের বিপক্ষে অনেক আবেগ ও রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে : ভারতীয় ডিফেন্ডার

রানা শেখ, শিলং থেকে
রানা শেখ, শিলং থেকে
শেয়ার
বাংলাদেশের বিপক্ষে অনেক আবেগ ও রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে : ভারতীয় ডিফেন্ডার
ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ইর্ষা করার মতো নয়। সেখানে ভারত অনেকটা এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে সবসময়ই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।

আরো একটি ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষা। আর মাত্র অপেক্ষা এক দিনের। এরই মধ্যে উত্তাপ ও উত্তেজনা টের পাচ্ছেন দুই দলের ফুটবলাররা। এই যেমন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান মনে করছেন, রোমাঞ্চকর এক ম্যাচ হতে চলেছে।

ভারতের অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও রোমাঞ্চ মিশে থাকে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এটা প্রত্যাশা করতে পারেন কিন্তু অধিকাংশ সময় আমরাই তাদেরকে টপকে সাফল্য পেয়েছি।’

মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩১ দেখায় ভারতের জয় ১৬ বার।

বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ, সেটাও ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপে। ড্র ১২টি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা এবার ফুরাতে চায় বাংলাদেশ। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরী থাকায় সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছে। প্রতিপক্ষ ভারতও হামজাকে বেশ সমীহ করছে।
তাকে ঘিরে নানা ছক আঁকছেন স্বাগতিক কোচ মানাকো মারকেজ।

বাংলাদেশ ঘাসের মাঠে একদিন অনুশীলনের পর টানা দুদিন অনুশীলন করেছে জওয়াহেরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের টার্ফের মাঠে। অন্যদিকে ভারত টানা অনুশীলন করে যাচ্ছে ম্যাচ ভেন্যুতে। রবিবারসহ গত তিন দিন রুদ্ধধার অনুশীলন করেছে ভারত। তাদের প্রস্তুতি কোনো গণমাধ্যম প্রবেশের অনুমতি মিলেনি। দলের কৌশল আপাতত বাইরে জানাতে দিচ্ছেন না ভারতের কোচ মারকেজ।

মঙ্গলবার জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি।

মন্তব্য

আরো ২০ ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল সরকার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আরো ২০ ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল সরকার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে এবার ক্রীড়াঙ্গনের আরো ২০টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন
‘অপরাধে জড়িত বিএনপি নেতাকর্মীদের তালিকা হচ্ছে’

‘অপরাধে জড়িত বিএনপি নেতাকর্মীদের তালিকা হচ্ছে’

 

পরিবর্তন করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন।

এর বর্তমান নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে। এ ছাড়া রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। 

আরো পড়ুন
বিপিএর সভাপতি আব্দুল হান্নান ও মহাসচিব ইয়ামিন শাহরিয়ার

বিপিএর সভাপতি আব্দুল হান্নান ও মহাসচিব ইয়ামিন শাহরিয়ার

 

জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে ফতুল্লা স্টেডিয়ামের। বাকি ক্রীড়া স্থাপনাগুলো কোনো ব্যক্তির পরিবর্তে নিজ নিজ বিভাগ, জেলা ও উপজেলার নামে পরিবর্তন করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম
শিলংয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাংলাদেশের ফুটবলাররা। ছবি : মীর ফরিদ, শিলং থেকে

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন মোহাম্মদ ইব্রাহিম। দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর দলে ফেরার মুহূর্তটা এবার রাঙাতে চান ফরোয়ার্ড। সঙ্গে ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপও ঘোচাতে চান তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে শিলংয়ে বাংলাদেশ দল।

আগামী ২৫ মার্চকে সামনে রেখে নিজের মনের কথা জানিয়েছেন ইব্রাহিম। তিনি বলেছেন, ‘সল্টলেকে যে ম্যাচটা ২০১৯ সালে হয়েছিল, ওই ম্যাচেও ছিলাম। এবারও দলে আছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আছে, ওই বার গোল করতে পারিনি, এই ম্যাচে গোল করে আত্মতৃপ্তি পাওয়ার।

ভারতের বিপক্ষে আক্রমণভাগের সতীর্থদের নিয়ে সুযোগ বুঝে কোপ মারার ইচ্ছার কথা জানিয়েছেন ইব্রাহিম। আবাহনীর হয়ে মাঠ মাতিয়ে সুযোগ পাওয়ার ফরোয়ার্ড বলেছেন, ‘আসলে গোল পাওয়াটা একটা টিম ওয়ার্কের উপর নিরভর করে। আমরা সবাই চেষ্টা করব। সুযোগ যে পাবে, আমাদের টার্গেট থাকবে কোচ যে পরিকল্না করছে, সেটা বাস্তবায়ন করা।

দলে ফিরতে পেরে খুশি হয়েছেন ইব্রাহিম। ২৭ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘দলের সবার অবস্থা ভালো। ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। যদি সেরা একাদশে খেলতে পারি, ভালো লাগবে। যদি বদলি নেমেও খেলতে পারি, চেষ্টা করব দলে প্রভাব রাখার।

অন্যদিকে ভারতের বিপক্ষে এবার গোল কনসিড করতে চান না তপু বর্মণ। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে। এবারের ম্যাচ ব্যতিক্রম। কারণ কি একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে। বড় দয়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যপার হল গোল কনসিড না করা। সে সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, তাদের নিয়ে ভাল একটা ফাউট দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে মাঠে ফিরেছেন সুনীল ছেত্রী। তার ওপর বাড়তি নজর থাকবে বলে জানিয়েছেন তপু। তিনি বলেছেন, ‘ভারত দল সবসময় ভাল হয়। তাদের সকল খেলোয়াড় আইএসএল খেলে এসেছে। যারা ইনজুরড, তাদের পরিবর্তে যারা এসেছেন, তারাও ভাল। তারা ভাল দল, ভাল প্রতিপক্ষ। সুনীল ছেত্রীর কথা বলি সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জিতেনি। দলের জন্য অনুপ্রেরণা। সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। তার ওপর বাড়তি নজর দিতে হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ