ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর পরও বাজারটিতে বেড়েছে প্রধান মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

আরো পড়ুন
আজকের নামাজের সময়সূচি, ৭ মার্চ ২০২৫

আজকের নামাজের সময়সূচি, ৭ মার্চ ২০২৫

 

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান।

ফলে বাজারটিতে মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি তিন লাখ টাকা।

আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১৮ কোটি ২০ লাখ টাকা।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকার পুঁজিবাজার : সূচক বাড়ল, আধা ঘণ্টায় লেনদেন ৮৩ কোটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার পুঁজিবাজার : সূচক বাড়ল, আধা ঘণ্টায় লেনদেন ৮৩ কোটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর— অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৫ ও ১৯০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৩ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি কম্পানির শেয়ার।

আরো পড়ুন
যেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

যেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

 

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো—শাইনপুকুর সিরামিক, বিডি থাই, বসুন্ধরা পেপার, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট, স্কয়ার ফার্মা, এস আলম স্টিল, এনার্জিপ্যাক, উত্তরা ব্যাংক ও হাক্কানি পাল্প।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৬ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর- অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করে।

আরো পড়ুন
ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস

ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস

 

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করে।

এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৬টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কম্পানির শেয়ারের দর।


 

মন্তব্য

শেয়ারবাজারে সূচক লেনদেন বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেয়ারবাজারে সূচক লেনদেন বাড়ল

পতন থেকে বেরিয়ে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। বেশির ভাগ ভালো কম্পানির শেয়ার দাম বাড়ায় মূল্যসূচকে যেমন ইতিবাচক প্রভাব পড়েছে, তেমনি লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সব কয়টি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

আরো পড়ুন
আড়াই মাসের সায়ানকে হাসপাতাল থেকে নিয়ে গেল অজ্ঞাত নারী

আড়াই মাসের সায়ানকে হাসপাতাল থেকে নিয়ে গেল অজ্ঞাত নারী

 

এদিন ডিএসইতে সব খাত মিলিয়ে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

মন্তব্য

সূচকের পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সূচকের পতনে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা বেড়েছে। সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৭৪ পয়েন্টে।

আরো পড়ুন
নেই বাংলাদেশি পর্যটক, মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের

নেই বাংলাদেশি পর্যটক, মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের

 

অন্য সূচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৮০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি তিন লাখ টাকার শেয়ার।

প্রাসঙ্গিক
মন্তব্য

শেয়ারবাজারে লেনদেন তলানিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেয়ারবাজারে লেনদেন তলানিতে

আবারও টানা দরপতনের সঙ্গে লেনদেনে খরা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে করে কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে সব খাত মিলিয়ে মাত্র ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৭টির। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ