দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর— অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৫ ও ১৯০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৩ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি কম্পানির শেয়ার।
আরো পড়ুন
যেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো—শাইনপুকুর সিরামিক, বিডি থাই, বসুন্ধরা পেপার, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট, স্কয়ার ফার্মা, এস আলম স্টিল, এনার্জিপ্যাক, উত্তরা ব্যাংক ও হাক্কানি পাল্প।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৬ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর- অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করে।
আরো পড়ুন
ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৬টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কম্পানির শেয়ারের দর।