<p>সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় একটি চুক্তিতে ৯০জন যুদ্ধবন্দির বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় আজ বুধবার এই চুক্তি হয় বলে ব্লুমবার্গ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। বার্তা সংস্থা  রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।</p> <p>রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা এই বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।</p> <p>গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সংসদের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেট বলেছেন, সরকার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়ার সঙ্গেই দ্রুত একটি বড় আকারের বন্দি বিনিময়ের পরিকল্পনা করছে।</p> <p>রাশিয়া তার ছোট প্রতিবেশীকে আক্রমণ করার পর রাশিয়া এবং ইউক্রেন কয়েকবার বন্দি অদলবদল করেছে। সর্বশেষ বন্দি বিনিময় গত জুন মাসে হয়েছিল।</p> <p>সূত্র : রয়টার্স</p>