<p>ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মাংকিপক্স প্রাদুর্ভাবে বছরের শুরু থেকে এ পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সব প্রদেশ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।</p> <p>বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বুধবার আফ্রিকায় মাংকিপক্সের বৃদ্ধিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কঙ্গোতে এই ভাইরাসের বৃদ্ধি ও নিকটবর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ার কারণে এ ঘোষণা করা হয়েছে।</p> <p>স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বা বৃহস্পতিবার এএফপিকে দেওয়া একটি পৃথক ভিডিও বার্তায় বলেছেন, সর্বশেষ মহামারিসংক্রান্ত প্রতিবেদন অনুসারে, আমাদের দেশে বছরের শুরু থেকে ১৫ হাজার ৬৬৪ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।</p> <p>২৬টি প্রদেশ নিয়ে গঠিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এর জনসংখ্যা বর্তমানে প্রায় ১০ কোটি।</p> <p>কাম্বা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো হলো, দক্ষিণ কিভু, উত্তর কিভু, তপো, ইকুয়েট্যুর, উত্তর উবাঙ্গি, শুয়াপা, মংগালা ও সানকুরু।</p> <p>ক্রমবর্ধমান এ প্রাদুর্ভাবের জন্য আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী সংস্থা তাদের নিজস্ব জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরদিনই জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এ সিদ্ধান্ত এসেছে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>