<p>ইসরায়েলের গোয়োন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) ইস্তাম্বুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>আনাদোলুর তথ্য মতে, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে। রেক্সহেপি তুরস্কে মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলজুড়ে ধর্মঘটের ডাক জিম্মিদের স্বজনদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/01/1725212746-6899e38ac9300ca5422504fa0e320496.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলজুড়ে ধর্মঘটের ডাক জিম্মিদের স্বজনদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2024/09/02/1421106" target="_blank"> </a></div> </div> <p>তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তর ও সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের এই এজেন্ট। এ ছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।</p> <p>বার্তা সংস্থাটি আরো জানায়, ইস্তাম্বুল পুলিশ ৩০ আগস্ট একটি বিশেষ অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রেক্সহেপিকে আটক করে। এরপর আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেক্সহেপি।</p> <p>রেক্সহেপিকে অনেক দিন ধরেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজা যুদ্ধের প্রতিবাদ করায় গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/04/1725452115-357ee5abeb1c7c6152a13044e9c2f79d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজা যুদ্ধের প্রতিবাদ করায় গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/04/1422051" target="_blank"> </a></div> </div> <p>এমআইটির তথ্য মতে, মোসাদ পূর্ব ইউরোপীয় দেশ কসোভোর মাধ্যমে তুরস্কে তাদের ফিল্ড এজেন্টদের অর্থায়ন করেছে। তদন্তে দেখা গেছে যে অর্থগুলো কসোভো থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সিরিয়ার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল।</p> <p>চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তুরস্ক।</p>