<p>ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বৃহস্পতিবার ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করার কারণে এই জরিমানা করে।</p> <p>কমিশনের মতে, মেটা তাদের ‘ফেসবুক মার্কেটপ্লেস’ নামের বিজ্ঞাপন সেবাটিকে এখন শুধু ‘ফেসবুক’-এর অধীনে নিয়ে এসেছে। এতে করে গ্রাহক পরিষেবা নিয়ে তাদের বাড়তি করে ভাবতে হবে না। তারা আরো বলেছে, ‘সকল ফেসবুক ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় অ্যাক্সেস রয়েছে, ইচ্ছা কিংবা অনিচ্ছা স্বত্তেও নিয়মিতভাবে বিজ্ঞাপন তাদের সামনে চলে আসে।’</p> <p>ইউরোপীয় কমিশন আরো অভিযোগ করেছে, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য যেসব অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাদাতা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্তারোপ করার মাধ্যমে মার্কিন কম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ‘টিকাবিরোধী’ রবার্ট কেনেডি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731654849-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ‘টিকাবিরোধী’ রবার্ট কেনেডি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/15/1446908" target="_blank"> </a></div> </div> <p>ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মারগ্রেথ ভেসটাগার এক বিবৃতিতে বলেন, ‘ইইউর একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইনের অধীনে এটি বেআইনি। মেটার এ ধরণের আচরণ অবশ্যই বন্ধ করা দরকার।’ </p> <p>তবে মেটার দাবি, তারা এই উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার করে না এবং এমনটি যাতে না হয়, তা নিশ্চিত করার জন্য তারা একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করেছে।</p> <p>মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের এই শর্ত মেনে চলা হবে এবং তাদের উত্থাপিত পয়েন্টগুলোর দ্রুত ও গঠনমূলকভাবে একটি সমাধান উপস্থাপন করা হবে।  ইউরোপীয় কমিশন দুই বছর আগে মার্কিন প্রযুক্তি কম্পানি মেটাকে অভিযুক্ত করেছিল। কমিশন সেসময় বলেছিল, ফেসবুক মার্কেটপ্লেসকে তার শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন সেবার সঙ্গে একত্রিত করে অবৈধভাবে অন্যায্য সুবিধা নিচ্ছে।</p> <p>সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স<br />  </p>