<p>সিরিয়ায় নতুন শাসকদের নির্দেশে স্কুল খুলল। সিরিয়ার পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে, এটা তার প্রমাণ হিসেবে স্কুল খোলা হয়েছে। অধিকাংশ স্কুলই রবিবার খুলে গিয়েছে বলে জানানো হয়েছে। তবে পরিস্থিতি পুরো স্বাভাবিক না হওয়ায় কিছু শিক্ষার্থীকে স্কুলে পাঠায়নি তাদের পরিবার।</p> <p>প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহ পরে বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশ করে এবং দেশটির নতুন শাসকরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় স্কুলগুলো পুনরায় খোলার আদেশ দেওয়া হয়। এরপরেই শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে আসা শুরু করেছে। </p> <p>দেশটির নতুন নেতা আহমাদ আল-শারা ১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের জন্য একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। দেশটির শহরগুলো বোমাবর্ষণ এবং এর আঘাতে ধ্বংসস্তূপে পরিণিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ শরণার্থী এখনও সিরিয়ার বাইরে শিবিরে বসবাস করছে।</p> <p>কর্মকর্তারা বলছেন, কর্মসপ্তাহের প্রথম দিন সারাদেশে বেশিরভাগ স্কুল খুলছে। তবে কিছু অভিভাবক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে তাদের সন্তানদের ক্লাসে পাঠাচ্ছেন না।</p> <p>গতকাল রবিবার (১৫ নভেম্বর) সকালে দামেস্কের একটি স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল হয়ে অপেক্ষা করতে দেখা গেছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে। এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, রাজধানীতে নাহলা জাইদান স্কুলে শিক্ষকরা সাবেক সরকারের পতাকার জায়গায় বিদ্রোহীদের পতাকা তুলেছেন।</p> <p>জাওদাত আল-হাশেমি স্কুলের সেক্রেটারি রায়েদ নাসের বলেন, ‘সবকিছু ভালো আছে। আমরা সম্পূর্ণরূপে কাজে ফিরতে পারবো। আমরা শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য স্কুলের প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে দুই-তিনদিন ধরে কাজ করেছি।’ ওই স্কুলটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।</p> <p>সালাহ আল দিন দিয়াব নামের এক শিক্ষার্থী বেশ আনন্দ নিয়ে বলেন, ‘আমি খুব খুশি। আমি ভয়ে রাস্তায় হাঁটতাম যে আমাকে সামরিক চাকরিতে ভর্তি করা হবে। যখন আমি একটি চেকপয়েন্টে পৌঁছাতাম তখন ভয় পেতাম।’</p> <p>এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পরিবহনমন্ত্রী বাহা আল-দিন শর্ম বলেন, সিরিয়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দেবে। তিনি বলেন, আমরা বেসামরিক বিমানবন্দরগুলো প্রস্তুতের জন্য কাজ করছি।</p> <p>রাজধানী দামেস্ক এবং আলেপ্পো শহরে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পুনরায় চালুর তারিখও কিছুদিনের মধ্যে ঘোষণা হবে বলে উল্লেখ করেন বাহা আল-দিন শর্ম। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডারসেন রবিবার বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তার জন্য তিনি দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার দ্রুত অবসানের আশা করছেন।</p> <p>সূত্র : আলজাজিরা</p>