<p>ভারতীয় সিনেমার অঘোষিত মহানায়ক রাজ কাপুরের জন্ম শতবর্ষ উদযাপন হলো শনিবার (১৪ ডিসেম্বর)। যার হাত ধরে বলিউড তথা ভারতীয় সিনেমা নিজেদের বিশাল সাম্রাজ্যের শাখা প্রশাখা ছড়িয়েছে, সেই রাজ কাপুরের জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কাপুর পরিবারের সদস্যরা। রাজ কাপুরের শতবর্ষে যোগ দেওয়ার জন্য কাপুর পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। আর কাপুর পরিবারের জামাই সাইফ আলি খানও গিয়েছিলেন পরিবারের সঙ্গে। সেখানে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ছোট নবাব সাইফ। আর সাক্ষাতে মোদির ব্যক্তিত্বে মুগ্ধ সাইফ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের জীবনাবসান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734323704-e7ef86b10652353411c21306f6b917bc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের জীবনাবসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/16/1457999" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয়ের দিনে দেখতে পারেন মুক্তিযুদ্ধের ১০ সিনেমা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734327165-d52d02b7fb712419d2d28c7283a1daa1.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয়ের দিনে দেখতে পারেন মুক্তিযুদ্ধের ১০ সিনেমা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/16/1458018" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবসে টেলিভিশনে থাকছে যেসব আয়োজন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734328660-0c6e836c8685e7338dc405a01adc99de.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবসে টেলিভিশনে থাকছে যেসব আয়োজন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/16/1458023" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>গত মঙ্গলবার গোটা কাপুর খান-দান দিল্লিতে পাড়ি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য। জামাই সাইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই সাক্ষাৎ পর্বে। সেখানেই আলাপচারিতার পর মোদিতে মুগ্ধ সাইফ। প্রধানমন্ত্রী যেদিন কাপুরদের সঙ্গে তার বাসভবনে দেখা করলেন, তার ঠিক আগের দিনই সংসদ থেকে ফিরেছেন। স্বাভাবিকভাবেই সাইফ আলি খান ভেবেছিলেন, মোদি হয়তো ভীষণ ক্লান্ত। তবে ঘরে প্রবেশ করেই তিনি যে ভুবনভোলানো মিষ্টি হাসি হাসেন, সেটা দেখে আর কোনও সংশয় কাজ করেনি, দিল্লি থেকে ফিরে সদ্য এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সাইফ। অভিনেতার কথায়, “সারাদিন এত কঠোর পরিশ্রম করেন। একটা দেশ চালান। তার মাঝেও সকলের সঙ্গে কী সুন্দর আড্ডা দিতে পারেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম- ‘আপনি বিশ্রাম কখন নেন?’ উত্তরে মোদিজি জানান, উনি মাত্র ৩ ঘণ্টা ঘুমোন রাতে!”</p> <figure class="image"><img alt="5" height="299" src="https://img-s-msn-com.akamaized.net/tenant/amp/entityid/AA1vFuF2.img?w=768&h=511&m=6" width="450" /> <figcaption><sub><em>কাপুর পরিবারের জুনিয়রদের জন্য মোদির অটোগ্রাফ</em></sub></figcaption> </figure> <p>সাইফ আলি খান আরো বলেন, “উনার সঙ্গে সাক্ষাতের দিনটা আমার জন্যে সত্যিই ভীষণ স্পেশাল। উনি এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমার মা (শর্মিলা ঠাকুর ), আমার বাচ্চাদের খোঁজ নিয়েছেন। আমার বাবার (মনসুর আলি খান পতৌদি) সঙ্গে দেখা করার স্মৃতিও শেয়ার করলেন। আমাদের পরিবারকে যে সম্মান উনি দিলেন, তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ। আমার ছেলেদের জন্য আবার অটোগ্রাফও সই করে দিয়েছেন।”</p> <p>সাইফ আলি খানের মুখে নিজের প্রশংসা শুনে পালটা রসিকতা করেছেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি বলেন, “আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলেন না।”</p> <p>মোদির সঙ্গে কাপুর পরিবারের বিশেষ সাক্ষাতে হাজির ছিলেন রণবীর কাপুর, নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, আলিয়া ভাট, ভারত সাহনি, ঋদ্ধিমা কাপুর সাহনি, মনোজ জৈন, রিমা জৈন ও আরমান।</p>