<p>জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি বিস্ময়কর সৌরজগতের সন্ধান পেয়েছেন, যেখানে রয়েছে তিনটি সূর্য! এই বিরল সৌরজগতের নাম দেওয়া হয়েছে জিজি টাও-এ। এটা পৃথিবী থেকে প্রায় ৪৮৯ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রায় ৫০ লাখ বছর বয়সী এই সৌরজগৎটি এখন গ্রহ গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।</p> <p>কিভাবে গঠন হচ্ছে গ্রহ?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রহেরও লেজ আছে: অদ্ভুত আবিষ্কারে তোলপাড় বিজ্ঞানজগৎ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734340023-3962e39925f070cfbba6b535fe9098da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রহেরও লেজ আছে: অদ্ভুত আবিষ্কারে তোলপাড় বিজ্ঞানজগৎ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458075" target="_blank"> </a></div> </div> <p>জিজি টাও-এ সৌরজগতে রয়েছে একটি প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। সেগুলো গ্যাস ও ধূলিকণায় পূর্ণ। এই ডিস্ক ভবিষ্যৎ গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করছে। ঘূর্ণমান এই ডিস্ক থেকেই এক সময় গ্রহ তৈরি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এটি এমন এক বিশাল বলয়, যেখানে নবীন নক্ষত্র এবং নতুন গ্রহ তৈরির জন্য পরিবেশ প্রস্তুত হচ্ছে।</p> <p>এই চমকপ্রদ আবিষ্কারটি করেছেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (NISER)-এর বিজ্ঞানীরা। তাঁরা চিলির আতাকামা মরুভূমিতে স্থাপিত অত্যাধুনিক রেডিও টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতটির খোঁজ পান। বর্তমানে তাঁরা জিজি টাও-এ সৌরজগতের তারকা ও গ্রহ তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম গ্র্যাভিটি আসলে কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734338898-ea30d07c62a62d002dd9570f94ab9e9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম গ্র্যাভিটি আসলে কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458069" target="_blank"> </a></div> </div> <p>জ্যোতির্বিজ্ঞানীরা প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে আণবিক সংকেত শনাক্ত করেছেন। এই সংকেতগুলো বিশ্লেষণ করে গ্রহ তৈরির মৌলিক উপাদানগুলোর সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কার্বন মনোক্সাইড অন্যান্য গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে মিথেনসহ বিভিন্ন যৌগ তৈরি করে, যা ভবিষ্যৎ গ্রহ তৈরিতে সাহায্য করবে।</p> <p>জিজি টাও-এ সৌরজগতের প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের সবচেয়ে ঠাণ্ডা ও ঘন অঞ্চল থেকে আণবিক সংকেত পাওয়া গেছে। এখানে তাপমাত্রা প্রায় মাইনাস ২৫৭ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেমোক্রেসি প্যারাডক্স : ব্যক্তিস্বাধীনতা বনাম সাম্যবাদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734270050-7946ff6cd3f75bb0582314ff7eb96971.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেমোক্রেসি প্যারাডক্স : ব্যক্তিস্বাধীনতা বনাম সাম্যবাদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/15/1457819" target="_blank"> </a></div> </div> <p>জিজি টাও-এ সৌরজগত আমাদের মহাবিশ্বের জটিলতা ও সৌন্দর্যের আরেকটি উদাহরণ। তিন সূর্যের উপস্থিতি এবং গ্রহ তৈরির এই অনন্য পরিবেশ ভবিষ্যতে মহাকাশবিজ্ঞানীদের আরও নতুন আবিষ্কারে অনুপ্রাণিত করবে। এটি গ্রহ গঠনের প্রক্রিয়া নিয়ে আমাদের আরো গভীর ধারণা দিতে পারে।</p> <p>সূত্র : স্পেস ডট কম</p>