<p>আমাদের শরীরে বিভিন্ন স্থানে চুল ও লোম থাকে, তবে তাদের বৃদ্ধির ধরন এক রকম নয়। যেমন দাঁড়ি, গোঁফ বা মাথার চুল ক্রমাগত বৃদ্ধি পায়। কিন্তু ভ্রু, হাত, পা বা শরীরের অন্যান্য অংশের লোম একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পর আর বাড়ে না। এর পেছনে রয়েছে বিজ্ঞানভিত্তিক কিছু কারণ।</p> <p>মানুষের শরীরে চুল ও লোমের বৃদ্ধি তিনটি চক্রের মাধ্যমে ঘটে। এই চক্রটি তিনটি ধাপে বিভক্ত। ১. অ্যাজেন ফেজ: এই পর্যায়ে লোম বা চুল সক্রিয়ভাবে বাড়তে থাকে। ২. ক্যাটাজেন ফেজ: এই সময় বৃদ্ধি ধীরে ধীরে থেমে যায়। ৩. টেলোজেন ফেজ: এই পর্যায়ে লোম বা চুল পড়ে যায় এবং নতুন লোম বা চুলের বৃদ্ধি শুরু হয়।</p> <p>ভ্রু বা শরীরের অন্যান্য লোমের বৃদ্ধি চক্রের দৈর্ঘ্য মাথার চুলের থেকে অনেক ছোট হয়। এই চক্রের দৈর্ঘ্যই ঠিক করে দেয় কোন লোম কতটা লম্বা হবে।</p> <p>ভ্রু বা শরীরের লোমের বৃদ্ধি সীমিত কেন?</p> <p>ভ্রু বা শরীরের লোমের অ্যাজেন ফেজ সংক্ষিপ্ত—সাধারণত ১-২ মাস স্থায়ী হয়। ফলে এগুলো একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পর আর বাড়ে না। ভ্রু এবং হাত-পায়ের লোমের বৃদ্ধি চক্র স্বল্প সময়ের জন্য সক্রিয় থাকে। তাই লোমগুলো ছোট ও নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়।</p> <p>অন্যদিকে মাথার চুলের মাথার চুলের অ্যাজেন ফেজ ২-৬ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। এজন্য মাথার চুল লম্বা হতে থাকে যতক্ষণ পর্যন্ত না এটি ক্যাটাজেন বা টেলোজেন ফেজে পৌঁছায়।</p> <p>লোমের বৃদ্ধি চক্র এবং দৈর্ঘ্য অনেকটাই নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের উপর। প্রত্যেক ব্যক্তির লোম বা চুলের বৃদ্ধি চক্র এবং লম্বা হওয়ার সীমা জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।</p> <p>দাঁড়ি ও গোঁফের বৃদ্ধি টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। শরীরের অন্যান্য লোমের তুলনায় এই মাথার চুল ও গোঁফ-দাড়ির লোমগুলোকে দ্রুত এবং দীর্ঘ বৃদ্ধি পেতে সাহায্য করে।</p> <p>মাথার চুল মাথাকে ঠান্ডা ও গরমের প্রভাব থেকে রক্ষা করে। তাই এটি লম্বা হয় এবং দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পায়। ভ্রু চোখকে ঘাম বা ধুলা থেকে রক্ষা করে। অতি বড় হলে এর কার্যকারিতা থাকত না।<br /> হাত-পায়ের লোম শরীরকে আবহাওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা করে। এগুলো ছোট থাকলেই ঠিকঠাকভাবে কার্যকর থাকতে পারে। বড় হলে সম্ভব নয়।</p> <p>কীভাবে চক্রটি কাজ করে?</p> <p>ভ্রু বা শরীরের লোম অ্যাজেন ফেজ মাত্র ১-২ মাস, টেলোজেন ফেজ ৯ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।</p> <p>অন্যদিকে মাথার চুলের অ্যাজেন ফেজ ২-৬ বছর, টেলোজেন ফেজ ৩-৬ মাস। দীর্ঘ অ্যাজেন ফেজের কারণে মাথার চুলের বৃদ্ধি অনেক দীর্ঘ হয়।</p> <p>দাঁড়ি, গোঁফ বা মাথার চুল এবং শরীরের অন্যান্য লোমের বৃদ্ধির পার্থক্য মূলত বৃদ্ধি চক্রের দৈর্ঘ্য এবং জেনেটিক বৈশিষ্ট্যের কারণে হয়। প্রকৃতির প্রয়োজন এবং কার্যকারিতার ওপর ভিত্তি করে এই বৃদ্ধি চক্রগুলো গঠিত হয়েছে। এই বৈচিত্র্য আমাদের শরীরকে সুরক্ষিত ও কার্যকর রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।</p> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস<br />  </p>