ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ম্যাখোঁর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ম্যাখোঁর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা
সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নেতৃত্বে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন ইউরোপ মহাদেশের শীর্ষ নেতারা। ইউরোপকে ছাড়াই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনা শুরু করবে, এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।

ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, হোয়াইট হাউস এমন একটি চুক্তি করতে পারে, যা ইউরোপের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

তাই তারা একজোট হতে চাইছে।

প্যারিসে অনুষ্ঠেয় জরুরি সম্মেলনের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধের তিন বছর ঘনিয়ে আসায় সোমবার গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশগুলোর নেতাদের নিয়ে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

গতকাল ফরাসি সম্প্রচারমাধ্যমে ফ্রান্স ইন্টার রেডিওকে বারো বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্রধান ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করবেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। যদিও বৈঠকে কোন কোন দেশের নেতারা অংশ নিচ্ছেন, তা স্পষ্ট করেননি তিনি।

তবে একটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, ইতালি, ডেনমার্ক এবং ন্যাটোর প্রধান মার্ক রুটা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ফন ডার লিয়েনের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে অংশ নিতে পারেন।

এদিকে শান্তি আলোচনা শুরুর জন্য আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে আলোচনা করেন।

আরো পড়ুন
দুপুরে নিলামে উঠছে সাবেক এমপিদের আনা ২৪ বিলাসবহুল গাড়ি

দুপুরে নিলামে উঠছে সাবেক এমপিদের আনা ২৪ বিলাসবহুল গাড়ি

 

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাকে এই আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বরাবরই বলে আসছেন, ইউক্রেনের বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কোনো দ্বিপক্ষীয় চুক্তি তিনি মেনে নেবেন না।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভারতে ১৭০ মাদ্রাসা বন্ধ: উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভারতে ১৭০ মাদ্রাসা বন্ধ: উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস
ছবিসূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভারতের ১৭০টি মাদ্রাসা বন্ধে করে দেওয়ায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামির ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস। উল্লেখ্য, ভারতের উত্তরাখন্ডে হলদোয়ানি জেলায় গত রবিবার সাতটি মাদ্রাসা সিল করে দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭০টি মাদ্রাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে।

এ ঘটনায় ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে দেশটির সাধারণ আলেম সমাজ।

রাজ্যের কর্মকর্তাদের দাবি, এসব প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এমন ঘটনাকে সাম্প্রদায়িক উগ্রবাদিতা ও ধর্মীয় বিদ্বেষের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন আলেমরা। 

এদিকে গতকাল মঙ্গলবার এ ঘটনায় কংগ্রেসও উত্তরাখণ্ড সরকারের সমালোচনা করেছে। তারা রাজ্যে অনিবন্ধিত মাদ্রাসা বন্ধ করার জন্য আলাদাভাবে অভিযান চালানোর অভিযোগ করেছে।

রাজ্য সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। 

আরো পড়ুন
এবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

এবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

 

গত রবিবার উত্তরাখণ্ড সরকার এক বিবৃতিতে ঘোষণা করেছে, রাজ্যজুড়ে জেলা কর্তৃপক্ষ গত দুই মাসে ১৭০টিরও বেশি অনিবন্ধিত মাদ্রাসা সিল করে দিয়েছে। কংগ্রেস নেতা ধসমানা বলেন, এটা স্পষ্ট যে রাজ্যের এই অভিযান মুসলিমদের লক্ষ্য করেই চালানো হয়েছে। 

তিনি প্রশ্ন তোলেন, ‘মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং অন্যান্য বিজেপি নেতারা কেন তাদের বক্তৃতায় কেবল অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের কথা উল্লেখ না করে, কেবল মাদ্রাসার কথাই উল্লেখ করেছেন?’ এই কংগ্রেস নেতা আরো বলেন, ‘মাদ্রাসাগুলোও শিক্ষাপ্রতিষ্ঠান।

তারা (বিজেপি) কিন্তু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, যারা বাধ্যতামূলক নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে।’

অন্যদিকে উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মহেন্দ্র ভাট পাল্টা আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস নেতারা ভোট ব্যাংকের রাজনীতির জন্য তুষ্টির সকল সীমা অতিক্রম করেছেন। অবৈধ মাদ্রাসাগুলোর সমর্থনে আসার জন্য রাজ্যের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।’

জমিয়তে উলেমা-ই-হিন্দ (জেইউএইচ)-এর মাওলানা মুকিম কাসমি বলেন, ‘সরকার মক্তব সিলগালা করে দিচ্ছে, যেগুলো মাত্র কয়েক ঘন্টার জন্য ধর্মীয় শিক্ষা প্রদান করে এবং মাদ্রাসার সংজ্ঞার আওতায়ও পড়ে না।’

জেইউএইচের নৈনিতাল জেলা সভাপতি কাসমি বলেন, ‘হলদওয়ানিতে সিলগালা করা ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি মক্তব।

সেখানে পড়াশোনা করা শিশুদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় জ্ঞান অর্জনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

গত বছরের ডিসেম্বরে সরকার ‘অবৈধ’ মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। ২৪শে মার্চ মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে, কর্তৃপক্ষ অবৈধ প্রতিষ্ঠানগুলো সিল করেই থেমে থাকবে না, বরং তাদের তহবিলের পুঙ্খানুপুঙ্খ তদন্তও চালাবে।

রাজ্য সরকারের মতে, রাজ্যে প্রায় ৬০০-৮০০টি মাদ্রাসা ছিল। যার মধ্যে ৪১৫টি উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ডের সঙ্গে সম্পর্কিত, ১১৭টি উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের আওতাধীন এবং বাকিগুলো অনিবন্ধিত। ২০১১ সালের আদমশুমারি অনুসারে উত্তরাখণ্ডে ১৩.৯ শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে, যার বেশিরভাগই তরাই অঞ্চলে। হরিদ্বার এবং ইউএস নগর জেলায় যথাক্রমে ৩৪শতাংশ এবং ২২শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস
 

মন্তব্য

পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার
পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ব্যাংকক সফরের তথ্য পরিবারের কাছে গোপন রাখতে পাসপোর্ট থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন এক ব্যক্তি। আর এমনটা করার ফলে নিজেই উল্টো বিপদের মুখে পড়েছেন। ভারতের পুনের ৫১ বছর বয়সী সেই ব্যক্তির নাম বিক্রম কে ভালেরাও। চট্টগ্রাপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের কাছে আটক হয়েছেন তিনি।

 

অভিযোগ রয়েছে, নিজের পাসপোর্ট থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছেন বিক্রম। এর মাধ্যমে নিজের আগের ব্যাংকক সফরের তথ্য পরিবার থেকে গোপন রাখতে চেয়েছিলেন তিনি। সোমবার এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিবাসন কর্তৃপক্ষকে প্রতারণার অভিযোগে মুম্বাই পুলিশ মামলা করেছে।

আরো পড়ুন
বাবা হারালেন হিরো আলম

বাবা হারালেন হিরো আলম

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, রাজীব রঞ্জন কুমার নামক এক অভিবাসন কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন। তার ভাষ্যমতে, সোমবার ভোরে যাত্রীটি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে তিনি এই অনিয়মটি লক্ষ্য করেন। যাত্রীটি তার পাসপোর্ট এবং বোর্ডিং পাস উপস্থাপন করার পর দেখা যায় তিনি ইন্দোনেশিয়া থেকে ভিয়েতনামের মাধ্যমে এসেছেন। আরও তদন্ত করার পর, অফিসার দেখেন যে পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা নিখোঁজ।

এরপর অফিসার যাত্রীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। এফআইআরের তথ্যমতে, জিজ্ঞাসাবাদের সময় যাত্রীটি স্বীকার করেছেন যে তিনি প্রায় এক বছর আগে পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন যাতে তার ব্যাংককে পূর্ববর্তী ভ্রমণের বিবরণ পরিবার থেকে গোপন রাখা যায়।

এই কাজটিকে সরকারি ভ্রমণ নথিপত্রের অবৈধ হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইন-এর ১২ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩১৮(৪) ধারায় মামলা করা হয়েছে।

মন্তব্য

এবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
প্রতীকি ছবি

আফগানিস্তানের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হিন্দুকুশ এলাকায় প্রথমে ৬ দশমিক ৪ মাত্রা জানালেও, পরে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানান। আজ বুধবার ভোরে এই ভূমিকম্পের আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বুধবার ভোরে আফগানিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।

এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ (৭৫ মাইল) কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বহু বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের আঘাত হেনেছে। কয়েকদিন আগেই মায়ানমারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে তিব্বত ও বিকালে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স
 

মন্তব্য

গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন: নেতানিয়াহুকে ম্যাখোঁ

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন: নেতানিয়াহুকে ম্যাখোঁ
ছবিসূত্র : এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ। মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ম্যাখোঁ বলেছেন, গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়।

কী বলেছেন ম্যাখোঁ?

ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ইসলরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিরা মুক্তি পাবেন।

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাখোঁ।

তারপর সামাজিক মাধ্যম এক্স-এম্যাখোঁ লিখেছেন, গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার। মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেয়া উচিত নয়। জাতিসংঘও জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি।

ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

ম্যাখোঁ বলেছেন, ফ্রান্স সব পণবন্দির মুক্তি ও হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ। কিন্তু তিনি মনে করেন,. যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিদের মুক্তি সম্ভব। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অ্যামেরিকা, জার্মানি-সহ ইইউ-এর বেশ কিছু দেশ।

ইসরায়েলের প্রস্তাব

হামাস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বিনিময়ে সব পণবন্দিকে মুক্তি দিতে হবে। ইসরায়েলের দাবি, হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে, যা মানতে তারা রাজি নয়।

গত সপ্তাহে ম্যাখোঁ বলেছিলেন, আগামী জুন মাসে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দিতে পারে। ইসলরায়েল জানিয়েছিল, স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি।

ম্যাখোঁর যুক্তি ছিল, ফ্রান্স এই স্বীকৃতি দিলে অন্যরাও তা দিতে পারে।

নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবের তীব্র বিরোধী। কারণ, এই স্বীকৃতির অর্থ হলো, সন্ত্রাসকে পুরস্কৃত করা।

লেবানন নিয়ে জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, গত ২৭ নভেম্বর হেজবোল্লার সঙ্গে যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের সেনার হাতে ৭১ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অধিকার সংক্রান্ত অফিসের মুখপাত্র থামিন আস-খিতান সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক রিপোর্ট অনুসারে মৃতদের মধ্যে ১৪ জন নারী ও নয়জন শিশু। তিনি বলেছেন, এই সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গত চার মাস ধরে লেবাননের পরিকাঠামোর ওপর হামলা করেছে। বাড়ি, চিকিৎসা কেন্দ্র, রাস্তাঘাট, অন্তত একটি ক্যাফে ধ্বংস হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে তারা আক্রমণ করেছে। খিতান বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও মানুষ আতঙ্কে আছেন। ৯২ হাজার মানুষ এখনো ঘরছাড়া।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ