<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়। স্থানীয় এক কর্মকর্তা জানান, নৌকায় বেশির ভাগ যাত্রীই নারী ও শিশু ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার রাতে মকওয়া এলাকার চেয়ারম্যান জিবরিল আব্দুল্লাহি মুরেগি বলেন, গত মঙ্গলবার রাতে প্রায় ৩০০ যাত্রী বহনকারী কাঠের নৌকাটি নাইজার নদীতে ডুবে যায়। এ ঘটনায় প্রায় ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যান জিবরিল আরো বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন শেষে নৌকাটি মুন্ডি থেকে গাবাজিবোতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে নৌকাটি ডুবে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফ্রিকার তৃতীয়-দীর্ঘ নদী নাইজারে নৌকাডুবির ঘটনা খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বিশেষত বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে এমন দুর্ঘটনা বেড়ে যায়। অতিরিক্ত যাত্রী বহন করা এবং দুর্বল রক্ষণাবেক্ষণই নাইজেরিয়ায় নৌপথে বেশির ভাগ সময় নৌদুর্ঘটনা ঘটে থাকে। গত সেপ্টেম্বরে এই নাইজার নদীতেই নৌকাডুবিতে ২৪ জন প্রাণ হারান। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>