<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকার বেইত লাহিয়া, নুসেইরাত ও বুরেজ এলাকায় আবাসিক ভবনগুলোতে গতকাল স্থানীয় সময় সকাল থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস বলেছে, দখলদার বাহিনী জানে যে, এসব ভবনে বহু বাস্তুচ্যুত মানুষ থাকছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে বেইত লাহিয়ায় একটি আবাসিক বহুতল ভবনে হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে। সিভিল ডিফেন্স সার্ভিস বলেছে, বহু মানুষ হতাহত হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ এলাকায় বোমা হামলা চালাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষ জানায়, গত এক দিনে দেশজুড়ে অন্তত ১৪৫ দফা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইসরায়েলের হাইফা শহরের উত্তরে একটি এলাকায় একাধিক রকেট ছুড়েছে তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি আগুনে বোমা ছোড়া হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার তিনজনকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে সেসারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে গিয়ে পড়ে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, বোমা নিক্ষেপের ঘটনার সময় নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এদিকে জেরুজালেমে নেতানিয়াহুর অফিস ভবনের সামনে বিক্ষোভকারীরা ভিড় করে। তারা নেতানিয়াহুর পদত্যাগ, নতুন নির্বাচন আর ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবিতে সেখানে বিক্ষোভ করে। সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></span></p>