<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মোহনপুর উপজেলার একদিলতলা হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বগুড়ার একটি স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত এস এম আব্দুর রহিম (৪৮) শান্তাহার জি এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক। তিনি আদমদীঘি উপজেলার গোড়গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ সময় রফিকুল ইসলাম নামের একজন আহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বীরগঞ্জ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (দিনাজপুর) : বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৬০) নামের একজন ইমাম নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন চিলকুড়া গ্রামের বাসিন্দা এবং চিলকুড়া রশিদ বানিয়াপাড়া মসজিদের ইমাম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় গতকাল সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জমির আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত ও  দুজন আহত হয়েছেন। জমির আলী জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমনিরহাট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাটগ্রাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-বুড়িমারী মহাসড়কে হাজীগঞ্জ বাজারের কলতাপাড়ায় গতকাল সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আবুল কালাম (৪৮) নামের ওই ব্যক্তি পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট এলাকার বাসিন্দা ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মণিরামপুর (যশোর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : মণিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। মারুফ উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সি খানপুর গ্রামের হাসান আলীর ছেলে ও মণিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-কোম্পানীগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় কবির হোসেন (১৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুরে সেবা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। কবির কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।</span></span></span></span></p>