<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মধ্যস্থতায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। চীনে আটক যুক্তরাষ্ট্রের তিন নাগরিককে মুক্তি দিয়েছে বেইজিং। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি চীনের তিন নাগরিককে মুক্তি দিয়েছে ওয়াশিংটন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র বলেন, মার্ক সুইডান (৪৮), কাই লি (৬০) ও জন লিয়াং (৭৮) নামের তিন মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। শিগগির তারা দেশে পরিবারের কাছে ফিরে যাবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদক পাচারের অভিযোগে সুইডানকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের আদালত। ২০১২ সাল থেকে তিনি চীনের কারাগারে বন্দি। এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে চীনের কারাগারে বন্দি লি। অন্যদিকে ২০২১ সাল থেকে চীনের কারাগারে বন্দি লিয়াংকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন দিয়েছেন আদালত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত বুধবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অন্যায়ভাবে আটক তিন চীনা নাগরিক চীন সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কারণে নিরাপদে মাতৃভূমিতে ফিরতে পেরেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা নাগরিকদের দমন ও নিপীড়নের দৃঢ় বিরোধিতা করে আসছে চীন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্লেষকরা বলছেন, এই বন্দি বিনিময় বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একটি কূটনৈতিক বিজয়। সূত্র : বিবিসি</span></span></span></span></p>