<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের কাছে আরো ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এমন খবর দিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরদিন বুধবার এই অস্ত্র বিক্রি সংক্রান্ত খবর এলো। বাইডেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে নতুন করে প্রচেষ্টা চালানোরও অঙ্গীকার করেছেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনের খবর এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চেষ্টা চালানোর কথা বলে যাচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় একই পরিবারের ৯ জন নিহত : গাজার বিভিন্ন আবাসিক ভবন, সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামো লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার তুমুল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় একই পরিবারের অন্তত ৯ জন নিহত হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল স্থানীয় সময় সকালে দক্ষিণ গাজায় খান ইউনিসের কাছে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়শিবিরের সামনে একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে ড্রোন হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></p>