<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বে ভয়াবহ আকার ধারণ করা প্লাস্টিকদূষণ রোধে জাতিসংঘ আয়োজিত বৈঠকে যুগান্তকারী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। প্লাস্টিকদূষণ রোধে স্বঘোষিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আলোচনার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়, তা নিয়ে এক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক করেছেন ওই প্রতিনিধিরা। অথচ ২০২৪ সালের মধ্যে প্লাস্টিকদূষণ মোকাবেলার উপায় খুঁজে বের করার বিষয়ে দুই বছর আগে সম্মত হয়েছিল দেশগুলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় চুক্তির মূল কাঠামো নিয়ে দেশগুলোর মত পার্থক্য ছিল। বিতর্কিত বিষয়গুলোর মধ্যে ছিল প্লাস্টিক উৎপাদনের সীমা নির্ধারণ ও সংশ্লিষ্ট বিপজ্জনক রাসায়নিক নিয়ে আলোচনা। তবে তেল উৎপাদনকারী দেশগুলো প্লাস্টিক উৎপাদন বন্ধের পক্ষে নয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার প্রকাশিত একটি খসড়া বিবরণীতে চলমান মতানৈক্যের বিষয়টি ফুটে উঠেছে। বৈঠকের চেয়ারপারসন লুইস ভায়াস ভালদিভিয়েসো স্বীকার করেন যে কিছু জটিল সমস্যার কারণে এখনো আমরা চুক্তিতে পৌঁছাতে পারছি না। অমীমাংসিত এই সমস্যাগুলো চ্যালেঞ্জিং এবং এগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে আরো সময়ের প্রয়োজন। চলমান অধিবেশনটি অন্য কোনো সময়ে আয়োজন করার বিষয়ে সবাই একমত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষজ্ঞরা জানিয়েছেন, আলোচনা ও দীর্ঘসূত্রতার পর রবিবার পানামা একটি প্রস্তাব দিয়েছিল। ১০০টিরও বেশি দেশ সেই প্রস্তাবে সমর্থন জানায়। এতে বলা হয়, ক্রমান্বয়ে প্লাস্টিকের উৎপাদন বন্ধের উদ্যোগ নিতে হবে এবং পরিকল্পনা তৈরি করতে হবে। কিন্তু সে প্রস্তাবেও সব দেশের প্রতিনিধিরা একমত হতে পারেননি। প্লাস্টিকের উৎপাদন কমানোর ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো সম্মত হয়নি। প্লাস্টিকদূষণের বিষয়টি মাথায় রাখলেও উন্নয়নের ক্ষেত্রে প্লাস্টিকের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি, ডয়চে ভেলে</span></span></span></span></span></p>