<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানিজ বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাসাদ বুলোসকে গত রবিবার আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মনোনীত করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্কে তিনি ট্রাম্পের বেয়াই। ট্রাম্পের মেয়ে টিফানিকে বিয়ে করেছেন তার ছেলে মাইকেল। এর মধ্য দিয়ে পরিবারের আরেক সদস্যকে প্রশাসনে মনোনীত করলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বুলোস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ট্রাম্পের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বুলোস। বিশেষ করে আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের মন জয় করতে সহায়তা করেছেন তিনি। ট্রাম্প বলেন, মাসাদ একজন দক্ষ আইনজীবী এবং সম্মানিত ব্যবসায়ী নেতা। আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন ধরে রিপাবলিকান ও রক্ষণশীল মূল্যবোধের প্রবক্তা হিসেবে কাজ করা মাসাদ আমার প্রচারশিবিরের সম্পদ। আরব-আমেরিকানদের সঙ্গে সম্পর্ক গঠনে সহায়ক ছিলেন তিনি। এর আগে গত শনিবার ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য আরেক বেয়াই চার্লস কুশনারকে মনোনীত করেন ট্রাম্প। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>