<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গেছে। আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল যে ভেতরে প্রবেশে মরিয়া প্রচেষ্টার সময় পদদলনের ঘটনাটি ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, পাঁচ হাজারেরও বেশি শিশু অনুষ্ঠানস্থলে জমায়েত হয়েছিল। এই পরিস্থিতিতে আয়োজকরা অনুষ্ঠান শুরু করতে এলে পদদলন শুরু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানিয়েছে, ওই অনুষ্ঠানের মূল আয়োজক নাওমি সিলেকুনোলাসহ আটজনকে তারা গ্রেপ্তার করেছে। নাওমি ইবাদান শহরের একজন সুপরিচিত ব্যক্তি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্তান হারানো মা-বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে পদদলিত হয়ে ৩৫ জন শিশুর প্রাণ চলে গেছে। আরো যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য ইবাদানের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিশুসন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের শহরের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে বলেছে কর্তৃপক্ষ। একটি হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, সেখানে ছয় শিশুকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে বেঁচে আছে মাত্র দুজন। আরেক হাসপাতালের একজন চিকিৎসক জানান, তিনি তিনজনের মৃতদেহ দেখেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী কয়েকজন অভিভাবক বলেছেন, অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে বুধবার ভোর ৫টার দিকে সন্তানদের নিয়ে তারা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এন্ড অব দ্য ইয়ার ক্রিসমাস ফানফেয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিলেন। তাঁরা অর্থ ও খাবার পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন। সূত্র : বিবিসি</span></span></p>