<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০-এর ধ্বংসাবশেষের খোঁজে আবার তল্লাশি অভিযান শুরু করতে নীতিগতভাবে রাজি হয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল শুক্রবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ কথা জানায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালের মার্চে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ নিখোঁজ হয়। বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিল। তাদের মধ্যে মাত্র ১২ জন ছিলেন ক্রু। বাকিরা সবাই যাত্রী। ১০ বছর আগে এই বিমানের হারিয়ে যাওয়ার ঘটনা বিশ্বের বিমান চলাচল খাতে সবচেয়ে বড় রহস্য হয়ে রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুক্রবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক বলেন, বিমানটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির সঙ্গে সাত কোটি ডলারের চুক্তি করতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>