<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নেতাকর্মীদের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। সেখান থেকে তাঁকে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই ঘণ্টা নানা পরীক্ষা-নিরীক্ষার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।  দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। তিনি বিশ্রামে আছেন। সাভার সিএমএইচএ মহাসচিবের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর ফল ভালো।</span></span></span></span></span></p>