<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় আগামীকাল শনিবারের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কথা ছিল। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।</span></span></span></span></p>