<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশেষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ গত সোমবার এক বক্তব্যে ইরানের হুতি বিদ্রোহীদের ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করতে গিয়ে প্রথমবার স্বীকার করেন, গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা হানিয়াকে তাঁরাই হত্যা করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কাত্জ বলেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর হামলা চালাবে এবং এর নেতৃত্ব ধ্বংস করে দেবে, যেমনটা হানিয়া, সিনওয়ার ও নাসরাল্লাহর সঙ্গে তেহরান, গাজা ও লেবাননে করেছে। কাত্জ তাঁর বক্তব্যে চলতি বছর নিহত হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ কথা উল্লেখ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৭ সাল থেকে হানিয়া (৬২) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে পুরো হামাস সংগঠনের নেতা হিসেবে বিবেচনা করা হতো। গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ আলোচক ছিলেন। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় অতিথিশালায় এক হামলার হানিয়া প্রাণ হারান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। হানিয়া হত্যাকাণ্ডে প্রথম থেকেই ইসরায়েলকে দায়ী করে এসেছে ইরান। তবে ইসরায়েল এত দিন বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। গত সোমবার কােজর বক্তব্যের মাধ্যমে প্রথমবার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করল ইসরায়েল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে হামাস ইয়াহিয়া সিনওয়ারকে হানিয়ার উত্তরসূরি হিসেবে ঘোষণা করে। গত অক্টোবরে ইসরায়েলি সামরিক বাহিনী তাঁকেও হত্যা করে। এর পর থেকে হামাস নতুন নেতা বাছাইয়ের প্রক্রিয়া এখনো চালিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা নাসরাল্লাহও ইসরায়েলি হামলায় নিহত হন। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>