<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার) আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সেরে ওঠার সম্ভাবনা ৫০ শতাংশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সিরীয় এই ফার্স্ট লেডি সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে আছেন। তাঁর চিকিৎসা চলছে। এর আগে ২০১৯ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আসমা। এক বছরের চিকিৎসায় তিনি ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেন। তারও আগে একবার ব্লাড ক্যান্সার সেরে উঠেছিলেন। এবার নতুন করে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসমার মা-বাবা সিরিয়ার নাগরিক ছিলেন। তবে আসমা ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের ব্রিটেন এবং সিরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কর্মজীবন শুরুর আগে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। সূত্র : এএফপি</span></span></span></span></p>