ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা ইউরি উশাকভ। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে মস্কোকে অবগত করতে গতকাল বৃহস্পতিবার রাশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। অন্যদিকে ইউক্রেনের কবল থেকে কুরস্কের সুদঝা শহর পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের সমালোচনা করে গতকাল ইউরি উশাকভ বলেন, এটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য শুধুই স্বস্তিদায়ক।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে ফোনালাপের পর উশাকভ বলেন, এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট পুতিন সম্ভবত (এ বিষয়ে) আরো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত মূল্যায়ন করবেন।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা আরো বলেন, রাশিয়া একটি শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছে, যার মধ্য দিয়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষিত হবে। আমরা এটি অর্জনের চেষ্টা করছি।
শান্তিপূর্ণ পদক্ষেপের অনুকরণ করা কোনো পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করি।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব কিয়েভের অবস্থানকে প্রতিফলিত করে এবং এতে রাশিয়ার মতামত অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, ‘এটি নিয়ে কাজ করা, চিন্তা করা এবং আমাদের অবস্থান বিবেচনা করা প্রয়োজন। এতে শুধু ইউক্রেনের দৃষ্টিভঙ্গির রূপরেখা দেওয়া হয়েছে।
’
এদিকে গতকাল ক্রেমলিনে বেলারুশের নেতা আলেক্সান্দার লুকাশেংকোর সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর সংবাদ সম্মেলন হওয়ার কথা। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, লুকাশেংকোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইউক্রেন ও যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে পারেন প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে গতকাল মস্কোয় পৌঁছান ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে গত বুধবার আকস্মিকভাবে কুরস্ক অঞ্চল সফর করেন পুতিন।
এরপর রাশিয়া গতকাল ঘোষণা দেয়, কুরস্কের সুদঝা শহর ইউক্রেনের কবল থেকে তারা পুনরুদ্ধার করেছে। কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে রাশিয়া। সূত্র : এএফপি, বিবিসি