সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ পুতিনের উপদেষ্টার

  • কুরস্ক পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ে রাশিয়া
  • প্রস্তাব উপস্থাপনে মস্কোয় ট্রাম্পের দূত
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ পুতিনের উপদেষ্টার

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা ইউরি উশাকভ। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে মস্কোকে অবগত করতে গতকাল বৃহস্পতিবার রাশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। অন্যদিকে ইউক্রেনের কবল থেকে কুরস্কের সুদঝা শহর পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের সমালোচনা করে গতকাল ইউরি উশাকভ বলেন, এটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য শুধুই স্বস্তিদায়ক।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে ফোনালাপের পর উশাকভ বলেন, এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট পুতিন সম্ভবত (এ বিষয়ে) আরো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত মূল্যায়ন করবেন।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা আরো বলেন, রাশিয়া একটি শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছে, যার মধ্য দিয়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষিত হবে। আমরা এটি অর্জনের চেষ্টা করছি।

শান্তিপূর্ণ পদক্ষেপের অনুকরণ করা কোনো পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করি।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব কিয়েভের অবস্থানকে প্রতিফলিত করে এবং এতে রাশিয়ার মতামত অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, এটি নিয়ে কাজ করা, চিন্তা করা এবং আমাদের অবস্থান বিবেচনা করা প্রয়োজন। এতে শুধু ইউক্রেনের দৃষ্টিভঙ্গির রূপরেখা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল ক্রেমলিনে বেলারুশের নেতা আলেক্সান্দার লুকাশেংকোর সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর সংবাদ সম্মেলন হওয়ার কথা। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, লুকাশেংকোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইউক্রেন ও যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে পারেন প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে গতকাল মস্কোয় পৌঁছান ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে গত বুধবার আকস্মিকভাবে কুরস্ক অঞ্চল সফর করেন পুতিন।

এরপর রাশিয়া গতকাল ঘোষণা দেয়, কুরস্কের সুদঝা শহর ইউক্রেনের কবল থেকে তারা পুনরুদ্ধার করেছে। কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে রাশিয়া। সূত্র : এএফপি, বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

সাহরির আগে মুসাহারাতির বাজনা শুনছে নারী-পুরুষ ও শিশুরা

শেয়ার
সাহরির আগে মুসাহারাতির বাজনা শুনছে নারী-পুরুষ ও শিশুরা
মিসরের রাজধানী কায়রোতে একটি এলাকায় গতকাল সাহরির আগে মোহাম্মদ নামের এক মুসাহারাতির বাজনা শুনছে নারী-পুরুষ ও শিশুরা। দেশটিতে রমজানে সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন মুসাহারাতিরা। ছবি : এএফপি
মন্তব্য
সংক্ষিপ্ত

মায়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মায়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭

মায়ানমারের একটি গ্রামে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। গতকাল রবিবার বিদ্রোহীদের দখলে থাকা ওই গ্রামের একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলা হয়েছে বেসামরিক এলাকা লক্ষ্য করে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের সামরিক জান্তা ক্ষমতাসীন রাজনৈতিক সরকারকে উত্খাত করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠীর প্রবল হামলায় ক্ষমতাসীন জান্তা হিমশিম খাচ্ছে।

ফলে তারা বারবার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আকাশ পথে হামলা চালাচ্ছে। গত শুক্রবার বিকেলে লেতপানহ্লা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। গ্রামটি মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় থেকে ৬০ কিলোমিটার উত্তরে। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের স্বাধীনতাকামী গেরিলা গোষ্ঠীর হাতে রয়েছে সিঙ্গু টাউনশিপের আওতাধীন এই গ্রামের নিয়ন্ত্রণ।
চার বছর আগে বেসামরিক সরকার উত্খাতের পর থেকেই এই গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে। সূত্র : এএফপি

মন্তব্য

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩৪

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩৪

যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ ঝড়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিধ্বংসী এই ঝড়ে মিসৌরিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, যেখানে ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানে। মিসৌরিতে স্থানীয় সময় গত শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো, এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছে।  গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেক্সাসেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আরো টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ১০০ মাইল ছাড়িয়ে যেতে পারে। ওকলাহোমায় এতটাই শক্তিশালী বাতাস বইছে যে একাধিক ট্রাক উল্টে গেছে।

প্রবল ঝড়ের পাশাপাশি টেক্সাস, কানসাস, মিসৌরি ও নিউ মেক্সিকোতে দাবানলের ঝুঁকিও বেড়েছে। এদিকে দুই লাখের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুত্হীন হয়ে পড়েছে। সূত্র : সিএনএন

মন্তব্য

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী এখন বাধ্যতামূলক ছুটিতে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী এখন বাধ্যতামূলক ছুটিতে

ভয়েস অব আমেরিকার এক হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। গত শনিবার থেকে তাঁদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এ ছাড়া আরো দুটি মার্কিন সংবাদমাধ্যমের অর্থায়ন বন্ধ করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যমটির মূল প্রতিষ্ঠান এবং আরো ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী কমানোর নির্দেশ দিয়েছিলেন।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের বেশির ভাগ সাংবাদিক, প্রযোজক ও সহকারী কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর ফলে ৫০টিরও বেশি ভাষায় সম্প্রচার করা এই সংবাদমাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে আব্রামোভিচ লেখেন, আমি গভীরভাবে দুঃখিত যে ৮৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কিংবদন্তিতুল্য ভয়েস অব আমেরিকা স্তব্ধ হয়ে গেল। অথচ এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান দি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) তাদের আরো দুই সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এ ছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হয়।

সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ