ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের আল-হুদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শনিবার এ হামলা চালানো হয়েছে বলে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। এএফপি জানিয়েছে, ইয়েমেনে ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে আমেরিকান আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূলে হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে।

এদিকে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় পর্যন্ত ইয়েমেনের ৫৩ জন নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হামাসের সমর্থনে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চালাতে শুরু করে হুতিরা।

এরপর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হুতিদের বিরুদ্ধে হামলা শুরু করেছিলেন। পরে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসায় হুতিদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর ঘোষণা দেয়। সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

আন্দোলনের কঠোর সমালোচনায় এরদোয়ান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আন্দোলনের কঠোর সমালোচনায় এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের কড়া সমালোচক এবং ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী নেতা একরেম ইমামোলুকে গ্রেপ্তারের পর গোটা তুরস্কে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মূলত অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন করছে। কোথাও আইন ভাঙেনি তারা। আন্দোলন সহিংসও হয়নি।

কিন্তু এরদোয়ান গত সোমবার এই আন্দোলনকে সহিংস আন্দোলন বলে উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এই আন্দোলন মানুষকে উসকানি দিচ্ছে। এদিকে গত সোমবারই ইমামোলুর দল রিপাবলিকান পিপলস পার্টির (সিপিএইচ) তরফে জানানো হয়েছে, তাঁকেই ২০২৮ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার এরদোয়ান বলেন, ইমামোলুর গ্রেপ্তার ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা সহিংস চেহারা নিয়েছে। সিপিএইচ দলকে সতর্ক করে এরদোয়ান বলেছেন, প্রশাসনের ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না। তার আগেই এই বিক্ষোভ তুলে নেওয়া হোক। সূত্র : ডয়চে ভেলে

 

মন্তব্য
সংক্ষিপ্ত

গুম হওয়াদের স্মরণে আর্জেন্টিনায় বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গুম হওয়াদের স্মরণে আর্জেন্টিনায় বিক্ষোভ

আর্জেন্টিনায় সামরিক শাসনের ৪৯ বছর পূর্তিতে রাজধানী বুয়েনস এইরেসের রাস্তায় নেমে এসেছিলেন কয়েক হাজার মানুষ। গত সোমবার স্মরণ, সত্য ও ন্যায়বিচারের দাবিতে আয়োজিত মিছিলে মানুষের ঢল নামে। হাতে মশাল ও নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে শোক ও প্রতিবাদ জানায় তারা। আর্জেন্টিনায় ১৯৭৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রায় ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

দেশটির ন্যাশনাল ডে অব রিমেম্বারেন্স উপলক্ষে গত ২৪ মার্চ সেই নিখোঁজ ব্যক্তিদের স্মরণে এ আয়োজন করা হয়। ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত স্বৈরশাসনে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা ফাইলগুলো প্রকাশ করবে বলে জানিয়েছে আর্জেন্টিনা সরকার। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সামরিক শাসনের সময় নারী ও শিশুসহ প্রায় ৩০ হাজার মানুষ গুম হয়েছে। আটক অনেক নারী সন্তানেরও জন্ম দিয়েছিল ওই সময়।
সূত্র : এএফপি

 

মন্তব্য

নতুন করে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দক্ষিণ সুদান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নতুন করে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দক্ষিণ সুদান

দক্ষিণ সুদানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় দেশটি নতুন করে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) প্রধান নিকোলাস হেসম জানিয়েছেন, প্রেসিডেন্ট সালভা কিরের মিত্রবাহিনী এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মিত্রবাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় দেশটিতে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

নিকোলাস হেসম বলেন, শান্তি চুক্তির আলোচনার প্রচেষ্টা কেবল তখনই সম্ভব হবে, যদি সালভা কির ও রিক মাচার জনগণের স্বার্থকে তাঁদের নিজেদের স্বার্থের চেয়ে এগিয়ে রাখতে সক্ষম হন। সূত্র : আলজাজিরা

মন্তব্য

ইয়েমেনে হামলার পরিকল্পনা ভুলে ফাঁস করল যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনে হামলার পরিকল্পনা ভুলে ফাঁস করল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি মেসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করে দিয়েছেন। ওই গ্রুপটিতে একজন সাংবাদিকও অন্তর্ভুক্ত ছিলেন।

মার্কিন একটি সাময়িকীতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ঘটনা স্বীকার করেছে। গত সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটেছে।

আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ গত সোমবার এক প্রতিবেদনে বলেন, ১৩ মার্চ অপ্রত্যাশিতভাবে মেসেজিং অ্যাপ সিগনালে তিনি ইনক্রিপ্ট করা হুতি পিসি স্মল গ্রুপ নামের একটি চ্যাট গ্রুপে আমন্ত্রণ পান। ওই গ্রুপে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তাঁর ডেপুটি অ্যালেক্স ওয়াংকে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ সমন্বয় করতে টাইগার টিম তৈরির কাজ দেন।

গত ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করেছেন ট্রাম্প। আক্রমণ এখনো চলমান।

হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবিলম্বে গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া বন্ধ করতেও বলেছেন ট্রাম্প। আক্রমণ শুরুর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার পরিকল্পনার কথা ওই মেসেজিং অ্যাপে পোস্ট করেন। গোল্ডবার্গ লিখেছেন, ওই পরিকল্পনায় লক্ষ্যস্থল, আক্রমণের ক্রম ও যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য ছিল।

ওই চ্যাট গ্রুপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ