ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি রাজ্যে গতকাল রবিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে বলে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন। এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কম্পানির গুদামে আগুন লেগে গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা আরো জানান, স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ১০টার দিকে সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় খ্রিস্টীয় পবিত্র সপ্তাহের প্রথম দিন পাম সানডে উপলক্ষে অনেকেই সেখানে জড়ো হয়েছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এই মর্মান্তিক হামলায় দুই শিশুসহ মোট ৩২ জন নিহত ও অন্তত ৮৪ জন আহত হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বিশ্বের নীরব বা উদাসীন থাকা উচিত নয়। রাশিয়ার এসব হামলা নিন্দা ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য নয়। যুদ্ধের অবসান ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার ওপর অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে।
’
এ ব্যাপারে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সরকারি চ্যানেলের পোস্ট করা ভিডিওতে সুমির মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার স্থলে ধ্বংসাবশেষ ও ধোঁয়ার মধ্যে মৃতদেহ থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার বলেছেন, ‘এই আনন্দময় পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে।’
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে।
ইউক্রেনের দূতাবাস গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছা করেই ইউক্রেনে ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। সূত্র : আলজাজিরা, এনডিটিভি