মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া

বন্দিবিনিময় চুক্তির আওতায় রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা কেসেনিয়া কারেলিনা এক বছরের বেশি সময় ধরে রুশ কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালে রাশিয়ার ইয়েকাতেরিংবার্গ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কারেলিনার মুক্তির বিনিময়ে রাশিয়া ও জার্মানির দ্বৈত নাগরিকত্বে থাকা আর্থুর পেত্রোভকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি ২০২৩ সালে সাইপ্রাসে গ্রেপ্তার হয়েছিলেন। রাশিয়ায় অবৈধভাবে মাইক্রোইলেকট্রনিকস রপ্তানির অভিযোগে তাঁকে গ্রেপ্তর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বন্দিবিনিময় হয়।
সূত্র : বিবিসি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চীনে নতুন সেতুতে ১ ঘণ্টার পথ ১ মিনিটে পাড়ি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চীনে নতুন সেতুতে ১ ঘণ্টার পথ ১ মিনিটে পাড়ি

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করছে চীন। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামের একটি বিশাল গিরিখাতজুড়ে দুই মাইল বিস্তৃত সেতুটি আগামী জুনে উদ্বোধন করবে চীনা কর্তৃপক্ষ। ২১৬ মিলিয়ন পাউন্ড খরচে তৈরি সেতুটি চালু হলে এক ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করা যাবে মাত্র এক মিনিটে। আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি উঁচু এবং তিন গুণ বেশি ওজনের এই সেতু ইঞ্জিনিয়ারিংয়ের একটি অনন্য নিদর্শন।

চীনা রাজনীতিবিদ ঝাং শেংলিন বলেন, ‘এই সুপার প্রকল্পটি চীনের প্রকৌশলগত সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি গুইঝোর বিশ্বমানের পর্যটনকেন্দ্র হয়ে ওঠার লক্ষ্য আরো জোরদার করবে। সেতুটির স্টিলের ট্রাসগুলোর ওজন প্রায় ২২ হাজার মেট্রিক টন, যা তিনটি
আইফেল টাওয়ারের সমান। মাত্র দুই মাসের মধ্যে এগুলো স্থাপন করা হয়েছে। সূত্র : এনডিটিভি

মন্তব্য
সংক্ষিপ্ত

পুনেতে বাংলাদেশি কিশোরীকে বিক্রি তদন্ত পুলিশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুনেতে বাংলাদেশি কিশোরীকে বিক্রি তদন্ত পুলিশের

ভারতে বাংলাদেশের এক কিশোরীকে চার নারীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত শনিবার পুনের বুদ্ধওয়ার পেথ এলাকায় পতিতালয়ের মালিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ছাড়া চার নারীর বিরুদ্ধে মামলাও করেছে ফরাশখানা পুলিশ। এই নারীদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। আটক নারীরা বেআইনিভাবে মেয়েদের আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করান।

অভিযোগ আছে, বাংলাদেশি ওই কিশোরীকে তিন লাখ রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাকে যৌনকর্মী হতে বাধ্য করা হয়েছিল। ওই পতিতালয় থেকে গত ২ এপ্রিল পালিয়ে যায় ওই কিশোরী। ফরাশখানা পুলিশের তথ্য মতে, ৮ এপ্রিল ওই কিশোরী হাদাপসার থানায় যায়।
এ পর্যন্ত পথচারীদের কাছ থেকে অর্থ ভিক্ষা করে বেঁচে ছিল সে। থানায় গিয়ে কিশোরীটি তার ওপর চালানো নৃশংসতা বর্ণনা করে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

মন্তব্য
ওয়াক্ফ আইন ঘিরে অস্থিরতা

থমথমে মুর্শিদাবাদ চলছে কড়া টহল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
থমথমে মুর্শিদাবাদ চলছে কড়া টহল

ওয়াক্ফ সংশোধনী আইন ঘিরে সহিংস বিক্ষোভের পর গতকাল রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিস্থিতি থমথমে রয়েছে।  আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জেলায় কড়া টহল দিচ্ছে। 

ভারতে ওয়াক্ফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে মুসলিম জনগোষ্ঠী। এর মধ্যে  মুর্শিদাবাদের পরিস্থিতি সবচেয়ে গুরুতর।

বিক্ষোভ সহিংসতায় মুর্শিদাবাদে গত শনিবার তিনজন নিহত হন। এ ছাড়া এ পর্যন্ত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার রাত থেকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা সুতি, শমসেরগঞ্জ থানা এলাকায় রাতভর টহল দিয়েছে।

গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশও। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ২৩ জন দক্ষ পুলিশ কর্মকর্তাকে মুর্শিদাবাদে বিশেষ ডিউটিতে পাঠানো হয়েছে। গতকাল জেলাটিতে গেছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণি সিংহ শেখাওয়াত। গতকালও মহাদেবনগর নিমতলা নামের একটি এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে রাজ্য পুলিশ পৌঁছায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।  মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশের পর মুর্শিদাবাদে যান পশ্চিমবঙ্গ রাজ্যের ডিজিপি রাজীব কুমার। সূত্রের খবর, তিনি বিএসএফের সঙ্গে বৈঠকও করেন। এর পরই জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
ওয়াক্ফ আইন নিয়ে অস্থির পরিস্থিতির জেরে গত শনিবার পশ্চিমবঙ্গে নয়া আইন কার্যকর হবে না জানিয়ে সবাইকে শান্ত হওয়ার আহবান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মুখে চলতি মাসের শুরুতে ওয়াক্ফ সংশোধনী বিল ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়। গত ৮ এপ্রিল বিতর্কিত এই ওয়াক্ফ আইন কার্যকর করে দেশটির সরকার।  সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, সংবাদ প্রতিদিন

মন্তব্য

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি রাজ্যে গতকাল রবিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে বলে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন। এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কম্পানির গুদামে আগুন লেগে গেছে।

ইউক্রেনের কর্মকর্তারা আরো জানান, স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ১০টার দিকে সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় খ্রিস্টীয় পবিত্র সপ্তাহের প্রথম দিন পাম সানডে উপলক্ষে অনেকেই সেখানে জড়ো হয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এই মর্মান্তিক হামলায় দুই শিশুসহ মোট ৩২ জন নিহত ও অন্তত ৮৪ জন আহত হয়েছে। তিনি আরো বলেছেন, বিশ্বের নীরব বা উদাসীন থাকা উচিত নয়। রাশিয়ার এসব হামলা নিন্দা ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য নয়। যুদ্ধের অবসান ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার ওপর অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে।

এ ব্যাপারে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সরকারি চ্যানেলের পোস্ট করা ভিডিওতে সুমির মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার স্থলে ধ্বংসাবশেষ ও ধোঁয়ার মধ্যে মৃতদেহ থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার বলেছেন, এই আনন্দময় পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে।

ইউক্রেনের দূতাবাস গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছা করেই ইউক্রেনে ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। সূত্র : আলজাজিরা, এনডিটিভি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ