ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস, ইউক্রেনের রুস্তেম উমেরভ ও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ছবি : এএফপি
।ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস, ইউক্রেনের রুস্তেম উমেরভ ও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ছবি : এএফপি
।সম্পর্কিত খবর
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করছে চীন। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামের একটি বিশাল গিরিখাতজুড়ে দুই মাইল বিস্তৃত সেতুটি আগামী জুনে উদ্বোধন করবে চীনা কর্তৃপক্ষ। ২১৬ মিলিয়ন পাউন্ড খরচে তৈরি সেতুটি চালু হলে এক ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করা যাবে মাত্র এক মিনিটে। আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি উঁচু এবং তিন গুণ বেশি ওজনের এই সেতু ইঞ্জিনিয়ারিংয়ের একটি অনন্য নিদর্শন।
ভারতে বাংলাদেশের এক কিশোরীকে চার নারীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত শনিবার পুনের বুদ্ধওয়ার পেথ এলাকায় পতিতালয়ের মালিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এ ছাড়া চার নারীর বিরুদ্ধে মামলাও করেছে ফরাশখানা পুলিশ। এই নারীদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। আটক নারীরা বেআইনিভাবে মেয়েদের আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
ওয়াক্ফ সংশোধনী আইন ঘিরে সহিংস বিক্ষোভের পর গতকাল রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিস্থিতি থমথমে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জেলায় কড়া টহল দিচ্ছে।
ভারতে ওয়াক্ফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে মুসলিম জনগোষ্ঠী। এর মধ্যে মুর্শিদাবাদের পরিস্থিতি সবচেয়ে গুরুতর।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার রাত থেকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা সুতি, শমসেরগঞ্জ থানা এলাকায় রাতভর টহল দিয়েছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি রাজ্যে গতকাল রবিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে বলে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন। এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কম্পানির গুদামে আগুন লেগে গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা আরো জানান, স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ১০টার দিকে সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় খ্রিস্টীয় পবিত্র সপ্তাহের প্রথম দিন পাম সানডে উপলক্ষে অনেকেই সেখানে জড়ো হয়েছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এই মর্মান্তিক হামলায় দুই শিশুসহ মোট ৩২ জন নিহত ও অন্তত ৮৪ জন আহত হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বিশ্বের নীরব বা উদাসীন থাকা উচিত নয়। রাশিয়ার এসব হামলা নিন্দা ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য নয়। যুদ্ধের অবসান ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার ওপর অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে।
এ ব্যাপারে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সরকারি চ্যানেলের পোস্ট করা ভিডিওতে সুমির মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার স্থলে ধ্বংসাবশেষ ও ধোঁয়ার মধ্যে মৃতদেহ থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার বলেছেন, ‘এই আনন্দময় পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে।’
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে।