ইউক্রেনকে আরো দুই হাজার ১০০ কোটি ইউরো সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তারা চলতি বছরকে যুদ্ধের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ বছর’ হিসেবে আখ্যা দিয়েছে।
ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সদস্যরা বৈঠক করছে। ওই বৈঠক চলাকালে গতকাল শুক্রবার এই ঘোষণা এলো।
ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের সময়কালের প্রভাব পূরণ করার চেষ্টা করছে।
ইউরোপের প্রতিরক্ষামন্ত্রীরা বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতিশ্রুতির পরও তাঁরা যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখছেন না।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, বার্লিন চার বছরের মধ্যে ১১ বিলিয়ন সহায়তা পাঠাবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, এই সহায়তা মস্কোতে একটি শক্তিশালী বার্তা পাঠাবে।
শুক্রবার ঘোষিত সহায়তার মধ্যে যুক্তরাজ্য ও নরওয়ের ৪৫০ মিলিয়নের একটি প্যাকেজ রয়েছে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য রাডার সিস্টেম, অ্যান্টি-ট্যাংক মাইন, যানবাহন মেরামত ও বিপুলসংখ্যক ড্রোন সরবরাহ করা হবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, রাডার সিস্টেম, ট্যাংকবিধ্বংসী মাইন ও লাখ লাখ ড্রোনের জন্য ২৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের ‘ক্লোজ ফাইট’ সামরিক সহায়তাও যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজে আছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘ইউক্রেনকে যথাসম্ভব শক্তিশালী অবস্থানে রাখার জন্য এই গ্রুপের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধের কথা ভুলে শান্তি বিপন্ন করতে পারি না। সে কারণে আজকের সহায়তা প্যাকেজটি ইউক্রেনের সম্মুখসারির যুদ্ধে সমর্থন বাড়াবে।’
ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকে তিনি আরো বলেন, ‘২০২৫ সাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমাদের কাজ হলো ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া।
’
অন্য দেশগুলো ইউক্রেনের জন্য আরো বেশি কিছু কী করতে পারে তা ভেবে দেখতে অন্য দেশগুলোকে আহবান জানান তিনি।
ইউক্রেনকে দেওয়া সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যুক্তরাজ্য এই তহবিল দিচ্ছে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১.৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফার মাধ্যমে আরো সামরিক সাহায্য দেওয়ার জন্য ২.২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়।
তবে যুক্তরাজ্য সরকার ঘোষিত এই সহায়তা প্যাকেজে ‘ছোট পরিবর্তন’ আখ্যা দিয়ে ইউক্রেনকে আরো তহবিল দেওয়ার জন্য যুক্তরাজ্যে রাশিয়ার সম্পদ জব্দ করতে সরকারকে আহবান জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা। সূত্র : বিবিসি