<p>প্রাচীন গ্রিসের প্রভাবশালী তিন দার্শনিকের একজন অ্যারিস্টটল। অন্য দুজন হলেন সক্রেটিস ও প্লেটো। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো আর প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।</p> <p>তখন এথেন্স ছিল জ্ঞানচর্চার কেন্দ্রস্থল। জ্ঞানার্জনের জন্য জন্মস্থান স্ট্যাগিরা ছেড়ে তিনিও সেখানে যান। তালিম নেন প্লেটোর কাছে। একপর্যায়ে ভাষাতত্ত্ব নিয়ে লেকচারও দেওয়া শুরু করেন। প্লেটোর মৃত্যুর পর অ্যারিস্টটল অ্যাটারনিয়াস শহরে চলে যান। সেখানেই সংসার শুরু করেন।</p> <p>ম্যাসিডনের রাজা ফিলিপের আমন্ত্রণে পুত্র আলেকজান্ডারকে তালিম দেন। ফিলিপের মৃত্যুর পর অ্যারিস্টটল আবার এথেন্সে চলে আসেন এবং একটি স্কুল নির্মাণ করেন। দিনে স্কুলে এবং রাতে জ্ঞানপিপাসু সাধারণ মানুষকে তালিম দেন।</p> <p>তিনি অনেক বিষয় নিয়ে লেখালেখি করেছেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে আছে—পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নৈতিকতা, নৃতাত্ত্বিক, কবিতা, থিয়েটার, সংগীত, অলংকারশাস্ত্র, ভাষাতত্ত্ব, রাজনীতি ও সরকার। তাঁর বিখ্যাত গ্রন্থ পলিটিকসে সমাজ ও সরকারের ওপর মানুষের আচরণ তুলে ধরেছেন।</p> <p><strong>আব্দুর রাজ্জাক</strong></p>