গদ্য
লখার একুশে
আবুবকর সিদ্দিক
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘লখার একুশে’ গল্পে কোন পোকার কথা উল্লেখ করা হয়েছে?
ক. ফড়িং খ. প্রজাপতি
গ. মশা ঘ. ঝিঁঝি পোকা
২। লখা শহীদ মিনারে কী করতে গিয়েছিল?
ক. মানুষ দেখতে খ. কাগজ কুড়াতে
গ. শ্রদ্ধা নিবেদন করতে
ঘ. গুলি খেতে
৩। লখার পেশা কী?
ক. কাগজ কুড়ানো খ. গুলি খেলা
গ. দোকান করা
ঘ. শহীদ মিনারে বসে থাকা
৪।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ফুল তুলতে গিয়ে লখাকে যেসব কষ্ট সহ্য করতে হয়েছিল—
i. ফিনফিনে ঠাণ্ডা
ii. কাঁটার বিষের যন্ত্রণা
iii. প্রচণ্ড গরম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাফিসের বয়স সাত বছর। সে খোঁড়া। খোঁড়া হলে কী হবে, ২১ ফেব্রুয়ারির প্রবল শীতকে উপেক্ষা করে সে ভোরবেলা শহীদ মিনারে ফুল দিতে যায়।
৫।
নাফিসের সঙ্গে ‘লখার একুশে’ গল্পের লখার সাদৃশ্য কোথায়?
ক. উভয়ের ভয় বেশি খ. উভয় খোঁড়া
গ. উভয় ফুল ভালোবাসে
ঘ. দুরন্তপনা
৬। নাফিস ও লখারের মাঝে ফুটে উঠেছে—
i. দেশপ্রেমের চেতনা
ii. শহীদদের প্রতি ভালোবাসা
iii. একুশের চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ‘লখার একুশে’ গল্পের লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. আবুবকর সিদ্দিক ঘ. জীবনানন্দ দাশ
৮। গাছের পাতা বেয়ে কী গড়িয়ে আসে?
ক. পোকা খ. লতা
গ. শিশির ঘ. পানি
৯।
লখা মূলত একজন—?
ক. প্রতিবন্ধী খ. দোকানদার
গ. ছাত্র ঘ. ব্যবসায়ী
১০। লখা কাকে দেখেনি বা চেনে না?
ক. মাকে খ. বোনকে
গ. বাবাকে ঘ. মামাকে
১১। লখার গল্পে ‘শান’ শব্দটির অর্থ কী?
ক. পাথর বা কংক্রিটের তৈরি ফুটপাত খ. ধার গ. ইটের টুকরা ঘ. চাকু
১২। ‘মেঙে’ শব্দের অর্থ কী?
ক. পেয়ে খ. গিয়ে
গ. চিনে ঘ. চেয়ে
১৩। ‘লখার একুশে’ গল্পে চিত্রিত হয়েছে—
i. ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ
ii. লখার জীবনকাহিনি
iii. মুক্তিযুদ্ধের ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪।
‘বারুদ পোড়া প্রহর’—কার লেখা?
ক. আবুবকর সিদ্দিক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. বুদ্ধদেব বসু
১৫। লখার বাঁ পায়ে কিসের কাঁটা ঢুকল?
ক. বাবলা খ. খেজুর
গ. গোলাপ ঘ. বরই
১৬। ‘লখার একুশে’ গল্পটিকে কিসের প্রভাবের কথা বলা হয়েছে?
ক. প্রতিবন্ধীর খ. একুশে ফেব্রুয়ারির
গ. লাল ফুলের ঘ. প্রভাতফেরির
১৭। লখার দিন কাটে—
i. ফুল তুলে ii. গুলি খেলে
iii. কাগজ কুড়িয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। কী দেখলে লখার বুক ভয়ে কেঁপে ওঠে?
ক. অন্ধকার খ. শিয়াল
গ. মূর্তি ঘ. ছায়া
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন শত-সহস্র ফুল শহীদদের উদ্দেশ্যে নিবেদন করা হয়।
১৯। উদ্দীপকের সাথে নিচের কোন গল্পটির মিল খুঁজে পাওয়া যায়?
ক. কাবুলিওয়ালা খ. ছবির রং
গ. সেই ছেলেটি ঘ. লখার একুশে
২০। শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়ার মাধ্যমে বাঙালিদের মধ্যে প্রকাশ পায়—
i. কৃতঘ্নতা ii. কৃতজ্ঞতা
iii. দেশাত্মবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। মিছিলের ঢল কোথায় এগিয়ে চলেছে?
ক. বধ্যভূমিতে খ. শহীদ মিনারে
গ. স্মৃতিসৌধে ঘ. জাতীয় উদ্যানে
২২। শহীদ মিনার কিসের বিশেষত্ব বহন করে?
ক. গ্রাম-বাংলার নারীদের কথা
খ. বাংলার ঐতিহ্য
গ. প্রকৃতিপ্রেম ঘ. শহীদদের স্মৃতি
২৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—গানটির রচয়িতা কে?
ক. আবুবকর সিদ্দিক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ. আলতাফ মাহমুদ
২৪। লখার অসহ্য যন্ত্রণা কিসে হয়?
ক. কাঁটা ফোটায় খ. পা ভেঙে যাওয়ায়
গ. হাত ভেঙে যাওয়ায়
ঘ. হাত মচকে যাওয়ায়
২৫। লেখক রেললাইনকে কিসের সাথে তুলনা করেছেন?
ক. সাপ খ. পাখি
গ. ব্যাঙ ঘ. মাছ
২৬। ‘সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর’—কোন দিন?
ক. ২৬ মার্চ খ. ২১ ফেব্রুয়ারি
গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৫ আগস্ট
২৭। লখার রাতের শোবার বিছানা কেমন?
ক. নরম তুলতুলে খ. পালঙ্ক
গ. কাঠের চৌকি ঘ. কংক্রিটের তৈরি
২৮।আবু বকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৪ খ. ১৯৩৬
গ. ১৯৭৭ ঘ. ১৯৬৫
২৯। মিছিলে শত শত মানুষের মধ্যে লখাকে চেনা যাচ্ছিল, কারণ—
i. তার পরনে কাপড় ছিল না
ii. খোলা শরীর
iii. শরীরের কালো রং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ
১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ।