<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোগীভর্তি হাসপাতাল, পুলিশের থানা, বিচারপতির বাসভবন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কার্যালয়, সংসদ সদস্য থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের বাসভবন, সরকারি অফিস, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ভবন, প্রেস ক্লাব ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো কিছুই বাদ যায়নি আন্দোলনকারীদের হামলা থেকে। এসব হামলার ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও পুলিশ সদস্যরা মারা গেছেন। আহত হয়েছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার দেশব্যাপী হামলা ও পরিকল্পিত হত্যার এমন পরিস্থিতি দেখা গেছে। মূলত সরকার পতনের নামে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন থেকে এসব হামলার ঘটনা ঘটেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রাজধানীর শাহবাগে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় চিকিৎসকসহ অন্তত আটজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হামলাকারীরা অ্যাম্বুল্যান্সসহ ৫২ গাড়িতে আগুন দিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার আগে থেকে শাহবাগে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ বিএসএমএমইউয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিলে আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএসএমএমইউয়ের ভেতরে চলে যান। পরে আন্দোলনকারীরা বিএসএমএমইউয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. আতিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতাল হলো রোগীর সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আহত রোগীদের চিকিৎসা দেওয়ার সময় কে কোন দল করে তা বিবেচনা করা হয় না। এমন একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিন্দনীয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত্ত থাকা উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আন্দোলনকারীরা হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ সদস্য মারা গেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের একটি সূত্র জানায়, নিহত পুলিশ সদস্যদের মরদেহ থানার সামনে ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এই প্রতিবেদন লেখার সময় গতকাল রাত ৮টা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় বা পদবি জানা যায়নি।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর বাসভবনসহ পাশের ছয়টি বাড়ির ২৫টি ঘরে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। হামলার সময় এসব ঘরে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, স্বর্ণালংকার ও টাকা লুট করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় চার ঘণ্টা ধরে লুটপাট করে আন্দোলনকারীরা। তারা ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইটের বাসভবনে হামলা করে তাঁর জিপ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটের রামপালে আন্দোলনকারীরা আগুন দিয়ে পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার এলাকায় আন্দোলনকারীরা রাস্তার পাশে থাকা রামপাল থানা পুলিশের একটি গাড়ি প্রথমে ভাঙচুর করে। পরে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট শহরের নতুন কোট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ আটজন আহত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সহসভাপতি বিমল কুমার দাসের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত ত্রাণ অফিসের গোডাউন ভাঙচুর করে মালপত্র লুটপাট করা হয়েছে। কোর্ট চত্বর, সদর এসি ল্যান্ড অফিস ও বাজার স্টেশনের রেলওয়ে অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানা, এনায়েতপুর থানা ও সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ জেলা, বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শাহজাদপুর পৌরসভা ভবন এবং যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় নিহত ছয়জনের মরদেহ কয়েকটি হাসপাতালে রয়েছে। এসব ঘটনায় অন্তত আরো ৪০ জন আহত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন, মুক্তিযোদ্ধা ভবনে ভাঙচুর, উপজেলা পরিষদে যুব উন্নয়ন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, পাট বিভাগ, নির্বাচন অফিস, সমবায় কার্যালয় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয় ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল দুপুরের এই ঘটনায় যুবলীগ নেতা আবদুর রাজ্জাকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুলবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুই পক্ষের অনন্ত অর্ধশতাধিক আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মালেক সরকার বলেন, আন্দোলনকারীরা থানাসহ সরকারি স্থাপনায় হামলা করার জন্য লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে বাজারে ভাঙচুর চালায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে আন্দোলনকারীরা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জে আলন্দোলকারীরা পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের অফিসে আগুন ধরিয়ে দেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, বিজিবি ব্যাটালিয়নের কার্যালয় এবং থানায় হামলা-ভাঙচুর এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। কালিয়াকৈরে আন্দোলনকারীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন, থানায় হামলার চেষ্টা এবং নির্বাহী কর্মকর্তার অফিসের নিচে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায়। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায়ও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু কিশোরগঞ্জ শহর নয়, পাকুন্দিয়া, করিমগঞ্জ ও কুলিয়ারচরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জেলা শহরে আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা সদর থানায়ও হামলা চালায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন ও জেলা পরিষদে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। লালমনিরহাটে দুই উপজেলা পরিষদে হামলা ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় গতকাল আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন ছাত্রদল নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় আরো সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">[প্রতিবেদনে সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা তথ্য দিয়েছেন]</span></span></span></span></p>