<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর আকতাওয়ের কাছে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর এমব্রেয়ার-১৯০ বিমানটি কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলের আকতাও শহরের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৯ জন জীবিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়, ৩৮ জন মারা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি শিশুসহ ২৯ জন জীবিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে রুট পরিবর্তন করতে বাধ্য হয়। কাজাখস্তানের আকতাও শহরের তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় ওই ফ্লাইটে আগুন ধরে যায়।  গ্রিনিচ মান সময় ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে বাকু থেকে উড্ডয়ন করে সকাল ৬টা ২৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসংক্রান্ত ভিডিও ফুটেজে বিমানটিকে ল্যান্ডিং গিয়ার নামিয়ে দ্রুতগতিতে অবতরণ করতে দেখা গেছে। অবতরণের পর বিমানে আগুন ধরে যায়। আরেকটি ভিডিওতে জীবিতদের ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বের হতে দেখা গেছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে একঝাঁক পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়েছিল। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে আজারবাইজানের ৩৭ জন, কাজাখস্তানের ছয়জন, কিরগিজস্তানের তিনজন এবং রাশিয়ার ১৬ জন নাগরিক ছিল। এ ছাড়া বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুহূর্তে আমরা তদন্তের ফলাফল প্রকাশ করতে পারব না। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা প্রয়োজনীয় বিশ্লেষণ করছেন। আজারবাইজানের ডেপুটি প্রসিকিউটর জেনারেলের নেতৃত্বে একটি তদন্তদলকে কাজাখস্তানে পাঠানো হয়েছে। তদন্ত দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানের আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ১৫০ জন কর্মী দুর্ঘটনাস্থলে ছিলেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের চিকিৎসা করতে রাজধানী আস্তানা থেকে একটি ফ্লাইটে দুর্ঘটনাস্থলে গেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। এই দুর্ঘটনার পর রাশিয়ায় একটি পূর্বনির্ধারিত সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তাঁর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। সূত্র : এএফপি, বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>