<p>হাসিনার সময়ের অনিয়ম-দুর্নীতির ফাইল ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটনো হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকা নেওয়ার। দেশের যে কেউ সরকারি অফিস বা অন্য কোথাও অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এসবের সাথে জড়িত থাকে তাদের চেয়ার থেকে টেনে তুলতে হবে।’</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান সারজিস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ে আগুন, যা বলছে আওয়ামী লীগ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735207832-64c1f3e6af6a117cbb2551d488254e3b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ে আগুন, যা বলছে আওয়ামী লীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461579" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এটার ধরন ও অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা দুর্ঘটনাবশত হতে পারে না। আমরা মনে করি, ষড়যন্ত্র করে এই আগুনটি লাগানো হয়েছে। এই আগুনে দেখবেন সরকারে আমাদের যারা প্রতিনিধিত্ব করছে নাহিদ ও আসিফ মাহমুদের অফিস আগুনে জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। খুনি শেখ হাসিনার সময়ে যারা তার দালাল ছিল, দুর্নীতি অপকর্ম করেছে এগুলোর ফাইল নিয়ে যখন তারা তদন্ত করছিল এবং ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই প্ল্যান করে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।’<br />  <br /> সারজিস আলম বলেন, ‘এত বড় একটা বিপ্লবের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকা পালন করার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে বিপ্লবী ভূমিকা পালন করার কথা ছিল আমরা এখন পর্যন্ত সেটি হতে পারিনি। আমরা বেশি ভালো সাজতে গিয়েছি। সুশীল হতে গিয়েছি। সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদের যতই সুযোগ দেন লাভ নেই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরেই মিজানুর রহমান আজহারীর বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735206884-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরেই মিজানুর রহমান আজহারীর বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461577" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘এই সুযোগ আর দেওয়া যাবে না। ৩, ৪, ৫ আগস্টে যারা খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে? অথচ এই আন্দোলন সফল না হলে তাহলে ওই খুনি হাসিনার দোসররাই আমাদের জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করত। যারা এত দিন বছরের পর বছর ধরে ব্যক্তিস্বার্থকে সামনে রেখে দেশ ও দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে এসব তোষামোদকারী দালাল দাসদের অবিলম্বে ওই চেয়ার থেকে অপসারণ করতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ও হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে না পারি তাহলে ওই খুনিদের আবারও দেশে পদচারণ দেখা যাবে। সচিবালয়ের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘ভারতের কিছু নিউজ চ্যানেল ও মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক যাদের চেহারা দেখলে মাথায় বিনোদন আসে তারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস মনে করি বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তার দশ ভাগের এক ভাগে নেই ভারতে। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতটা নিরাপদ, আমরা যতটা ভাই বন্ধুর মতো থাকি ওই ভারতে মুসলমানরা কখনোই ততটা নিরাপত্তা পায় না।’</p> <p> জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি উগ্র সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী। তিনি গুজরাটের মুসলমানদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু আমাদের এই সম্প্রীতিকে বা কোনো দুর্ঘটনাকে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ দেখানোর জন্য ভিন্নভাবে উপস্থাপন করে তারা মিডিয়া না মিডিয়া নামক দালাল। তারা পেইড এজেন্ট। যারা আওয়ামী লীগের মতো বিভিন্ন দলের গোষ্ঠীর টাকা খেয়ে সাংবাদিকতা করে। এরকম দালাল বা পেইড এজেন্টর কোনো নিউজ আমাদের বিন্দুমাত্র বিভ্রান্ত করে না। তবে ভারতে যারা সাংবাদিকতা ধারণ করেন নিজেদের আত্মসম্মানের জন্য এ রকম ভণ্ডদের প্রতিহত করা উচিত।’</p>