<p>বর্তমানে বিনোদনপ্রেমী মানুষের কাছে সবচেয়ে পছন্দের কন্টেন্ট হলো সিরিজ। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের জয়জয়কার সব জায়গায়। বিশেষ করে উপমহাদেশের দর্শকদের কাছে বরাবরই পছন্দের ছিল ভারতীয় সিরিজ। তবে বিগত কয়েক বছরে সিরিজের জগতে বেশ বড়সর উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজের। উপমহাদেশের মধ্যে ছোটপর্দার জন্য অনুষ্ঠান তৈরিতে বেশ এগিয়ে পাকিস্তান। দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি মূলত টিকিয়ে রেখেছে টেলিভিশনের নাটক এবং সিরিয়ালগুলো। পাকিস্তানি নাটক-সিরিয়াল দেশটির সীমানা পেরিয়ে এখণ ভারতেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশেও অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন। আজকের এই প্রতিবেদন পাকিস্তানের জনপ্রিয় ৫টি সিরিজ নিয়ে যেগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। বিশেষ করে ভারত-বাংলাদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এই সিরিজগুলো।</p> <p><img alt="5" height="237" src="https://www.india.com/wp-content/uploads/2014/10/1231.jpg" width="400" /></p> <p><strong>হামসাফার</strong><br /> পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে এবং পরে সেই সম্পর্কের পরিণত ভালোবাসা নিয়ে আবর্তিত এই ড্রামাটি পাকিস্তানি টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয়। খিরাদ ও আশারের চরিত্রের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। চমৎকার সংলাপ এবং আবেগঘন অভিনয় এই সিরিজটিকে অবিস্মরণীয় করেছে। বিশেষ করে, মাহিরা খান এবং ফাওয়াদ খানের রসায়ন সিরিজটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। গল্পের গতি ধীর হলেও প্রতিটি মুহূর্ত আপনাকে আকর্ষণ করবে।</p> <p>২০১১ সালে শুরু হয় সিরিজটি, শেষ হয় ২০১২ সালে। সরমাদ খোসাটের পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। ৮.৯ আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটির।</p> <p><img alt="5" height="225" src="https://m.media-amazon.com/images/M/MV5BZjJmYTZhZGYtMWE5Mi00OGVmLWFhMmUtZmMyNmQ1MTcwMTNiXkEyXkFqcGc@._V1_.jpg" width="400" /></p> <p><strong>জিন্দাগি গুলজার হ্যায়</strong><br /> এই সিরিজটি পাকিস্তানি সমাজের শ্রেণী বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছে। সানাম সাঈদের কাশাফ চরিত্রটি নারীদের জন্য অনুপ্রেরণা। একজন উচ্চবিত্ত যুবক জারুন এবং মধ্যবিত্ত মেয়ে কাশাফের জীবন সংগ্রাম এবং তাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে এই সিরিজ।</p> <p>২০১২ সালে প্রচার শুরু হয় সিরিজটির। শেষ হয় ২০১৩ সালে। সরমাদ খোসাটের পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন সানাম সাঈদ ও ফাওয়াদ খান। ৮.৯ আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটির।</p> <p><img alt="5" height="225" src="https://www.masala.com/cloud/2021/07/27/CDoAntsG-Alif-Drama.jpg.jpg" width="400" /></p> <p><strong>আলিফ</strong><br /> গল্পটি মোমিন ও মোমিনার জীবনের আত্ম-অনুসন্ধান, ধর্মীয় বিশ্বাস এবং পারিবারিক সম্পর্ক নিয়ে আবর্তিত। ধর্ম এবং আত্মপরিচয়ের গভীর দিকগুলো নিয়ে তৈরি এটি। অভিনয়শিল্পীদের শক্তিশালী অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। সিরিজটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, জীবনদর্শন এবং শিক্ষাও দিয়েছে দর্শকদের।</p> <p>২০১৯ সালে শুরু হয়ে সিরিজটির শেষ পর্ব প্রচারিত হয় ২০২০ সালে। হাসিব হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন হামজা আলি আব্বাসি, সজল আলি। ৯.১ আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটির।</p> <p><img alt="5" height="239" src="https://i.tribune.com.pk/media/images/meray-paas-tum-ho1690184062-0/meray-paas-tum-ho1690184062-0.jpg" width="400" /></p> <p><strong>মেরে পাস তুম হো</strong><br /> ধনী ও সাধারণ জীবনযাত্রার পার্থক্য এবং সেই প্রেক্ষাপটে বিশ্বাসঘাতকতা ও প্রেম নিয়ে গল্প। এই সিরিজের সংলাপ, বিশেষত হুমায়ুন সাঈদের সংলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এটি পাকিস্তানের ড্রামাপ্রেমী দর্শকদের জন্য নতুন মাত্রা যোগ করেছে।</p> <p>২০১৯ সালে শুরু হয় সিরিজটি, শেষ হয় ২০২০ সালে। নাদিম বেগের পরিচালনায় এতে অভিনয় করেছেন হুমায়ুন সাঈদ, আইজা খান, আদনান সিদ্দিকি। ৮.৪ আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটির।</p> <p><img alt="5" height="225" src="https://i.dawn.com/primary/2019/05/5cd90f1c19d9e.jpg" width="400" /></p> <p><strong>সুনো চান্দা</strong><br /> মিষ্টি প্রেমের গল্পে হাস্যরসের দারুণ উপাদান। এই সিরিজটি পাকিস্তানি টেলিভিশনের ভিন্নমাত্রার গল্প নিয়ে এসেছে। মজার সংলাপ আর হালকা রসায়ন আপনাকে আনন্দিত করবে। দুই পরিবারের মধ্যে বিবাহ এবং সেটি ঘিরেই ঘটনার আবর্তন। রোমান্টিক-কমেডি সিরিজটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছিল। </p> <p>২০১৮ সালে মুক্তি পায় সিরিজটি। আহসান তালিশের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইকরা আজিজ, ফারহান সাঈদ। ৮.৭ আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটির।</p>