<p>বোমা বিস্ফোরণের একদিন পর এবার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।</p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়েরপাড়া এলাকার রতন আলীর মুদি দোকানের দরজায় ঝোলানো অবস্থায় বোমাসদৃশ দুটি উদ্ধার করে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735187446-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461501" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় জানান, রতন আলীর দোকানের সামনে মশারির জালের ব্যাগের মধ্যে লাল কসটেপ মোড়ানো হাতবোমা দুটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে। এ ধরনের ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।</p> <p>রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের দরজার সাথে একটি নেটের ব্যাগের মধ্যে দুটি বোমাসদৃশ্য বস্তু রয়েছে। বিষয়টি দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ ঘটনায় আমরা পরিবারের সবাই আতঙ্কে রয়েছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735198857-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461536" target="_blank"> </a></div> </div> <p>গাংনী থানার ওসি মো. বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে থানায় নিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে বোমা হলে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>