<p>প্রথমবারের মতো নেপাল পোখারায় হট-এয়ার বেলুন উৎসবের আয়োজন করেছে। ১০টি দেশ এই বেলুন উৎসবে অংশগ্রহণ করছে। এর ফলে পোখারার আকাশ এখন বৈচিত্র্যময় রঙের ক্যানভাসে পরিণত হয়েছে। বিড়াল ও ব্যাঙ আকৃতির বেলুনগুলো তুষার আবৃত অন্নপূর্ণা এলাকায় এক মন্ত্রমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে।   </p> <p>২৯ বছর বয়সী স্পেনের বেলুন পাইলট দিয়েগো ক্রিয়াডো দেল রে বলেন, ‘তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় যাচ্ছ। এটা দারুণ, বেলুনে তুমি সেখানে যাবে প্রকৃতি তোমাকে যেখানে নিয়ে যাবে।’</p> <p>৬৭ বছর বয়সী মার্কিন বেলুন পাইলট ডিরেক হ্যামকক বলেন, ‘এটা চমৎকার, অন্নপূর্ণার ওপরে ওঠার সঙ্গে সঙ্গে তুমি সমগ্র হিমালয় দেখবে। এটা অবিশ্বাস্য। যতবার তুমি পোখারার পর্বতমালা, পাহাড় ও হ্রদগুলো দেখবে ততবারই তুমি অবাক হবে।’</p> <p>পর্যটন হচ্ছে নেপালের অর্থনীতির প্রধান খাত। করোনাভাইরাস মহামারি-পররর্তী সময়ে এ বছর দেশটিতে আবারও লাখ লাখ পর্যটকের আগমন ঘটেছে। সেই সঙ্গে হোটেল ও বিমানবন্দরের মান উন্নয়নে দেশটিতে কাজ চলছে। </p> <p>নেপালের বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ পোখারার আকাশে ৯ দিনের জন্য বেলুন ফ্লাইটের অনুমোদন দিয়ে নোটিশ জারি করেছে। দুই শতাব্দী আগে ফ্রান্সের মন্টগোলফিয়ার ভাইয়েরা মনুষ্যবাহী বেলুন ফ্লাইট তৈরি করে।</p> <p>সূত্র : এএফপি</p>