সুন্দরবন ও কক্সবাজার

জলদস্যুর উৎপাতে আবারও অশান্ত

ওমর ফারুক
ওমর ফারুক
শেয়ার
জলদস্যুর উৎপাতে আবারও অশান্ত

সুন্দরবন ও কক্সবাজার এলাকার দেড় শতাধিক জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণের পর নতুন করে আবার দস্যুতায় জড়িয়ে পড়ছে। এদের অনেকে ফের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে, এবার এই জলদস্যুরা সরাসরি নিজের নামে বাহিনী না গড়ে নতুন কাউকে সামনে রেখে তাদের নামে বাহিনী পরিচালনা করছে। আর এদের দিয়েই শুরু করা হয়েছে অপহরণ ও চাঁদাবাজি।

এরই মধ্যে সুন্দরবনে নতুন করে অন্তত ১০টি জলদস্যু বাহিনী গড়ে উঠেছে। তবে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সুন্দরবনে নতুন করে তারা শুধু আলিফ ও কলিম শরীফ বাহিনীর তথ্য পেয়েছে।

জলদস্যুর উৎপাতে আবারও অশান্তগত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আত্মসমর্পণ করা সুন্দরবন অঞ্চলের জলদস্যুদের প্রায় সবাই আবারও দস্যুতার সঙ্গে জড়িয়ে পড়ছে বলে তথ্য মিলছে। এর মধ্যে চলতি বছরের গত দুই মাসে সুন্দরবনে অন্তত ১৫০ জন জেলেকে অপহরণ করে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে তারা।

সর্বশেষ গত বুধবার ছয়জন নারীসহ ৩৩ জন জেলেকে অপহরণ করা হয়েছে। পরে কোস্ট গার্ড তৎপর হয়ে তাদের উদ্ধার করে। আত্মসমর্পণ করা জলদস্যুদের সঙ্গে নতুন জলদস্যু যুক্ত হওয়ায় তাদের শক্তি আরো বেড়েছে। ফলে এক ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে সুন্দরবন, কক্সবাজারসহ বঙ্গোপসাগরের উপকূলে।
এই জলদস্যুদের কাছে পুলিশও অনেকটা অসহায়। কারণ বাধা পেলে গুলির ঘটনা ঘটাচ্ছে জলদস্যুরা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা হওয়ায় এ অঞ্চলের জেলেরা ভালোই ছিল। কিন্তু সম্প্রতি আবারও বন ও জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের অধীন এলাকাগুলো মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রাখা হয়েছে।

সবার সহযোগিতা নিয়ে আমরা আবারও জলদস্যু মুক্ত করব।

সূত্র জানায়, গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জলদস্যুরা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে শুরু করে। সুন্দরবনে বর্তমানে অন্তত ১০টি বাহিনী গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে কলিম শরীফ বাহিনী, আবদুল্লাহ বাহিনী, মজনু বাহিনী, দয়াল বাহিনী, রবিউল বাহিনী, মঞ্জুর বাহিনী, মাসুম বিল্লাহ ও ভাগ্নে বাহিনীসহ ১০টি বাহিনী। এসব বাহিনীর নেপথ্যে কাজ করছে আত্মসমর্পণ করা জলদস্যুদের অনেকে।

 

বর্তমানে যা ঘটছে

গত বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণে খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন ছয় নারীসহ ৩৩ জন জেলে। পথে তাঁদের অপহরণ করে জলদস্যু কলিম শরীফ বাহিনী। তাঁদের জিম্মি করে প্রতি জনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এ খবর জানতে পেরে ওই দিনই বাগেরহাটের কোস্ট গার্ড সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে করকরি নদীর মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।

এদিকে গত ২৬ জানুয়ারি দুবলার চরসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের অপহরণের চেষ্টাকালে তিন জলদস্যুকে মারধর করে আটক করেন জেলেরা। পরে আটক ব্যক্তিদের কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়। কোস্ট গার্ড তাদের শরণখোলা থানায় হস্তান্তর করে।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ গতকাল কালের কণ্ঠকে জানান, মজনু বাহিনী বাগেরহাটের দুবলার চর থেকে জেলেদের অপহরণ করতে চাইলে জেলেরা একত্রিত হয়ে তিন জলদস্যুকে ধরে ফেলে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের জেলে মো. ইয়াসিনকে গত ৪ মার্চ রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনে শরীফ বাহিনী অপহরণ করে। তিনি সুন্দরবনের শ্যালার চর শুঁটকি পল্লীর মৎস্য ব্যবসায়ী খুলনার মিঠু কমিশনারের ট্রলারের মাঝি। দুবলা ফিশারম্যান গ্রুপের সদস্য মৎস্য ব্যবসায়ী মিঠু কমিশনার জানান, রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র জলদস্যুরা একটি ট্রলারে এসে জেলেদের ট্রলারে হানা দেয়। জলদস্যুরা প্রথমে মারপিট শুরু করে। পরে ট্রলারের মাঝি মো. ইয়াসিনকে তুলে নিয়ে যায়।

গত ২ এপ্রিল বরগুনা পাথরঘাটা এলাকা থেকে চারটি ফিশিং ট্রলারে ৬৭ জন জেলে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। ৯ এপ্রিল রাত ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনাসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারগুলোতে আক্রমণ করে। এতে দুজন জেলে গুলিবিদ্ধ হন এবং চলে যাওয়ার সময় জলদস্যুরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। এ সময় ওই ট্রলারের জেলে বেলালের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দস্যুদল। এরপর অন্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটিতে থাকা মাছ, ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায় দস্যুদল। পরে দস্যুদলের কবলে পড়া জেলেরা ৯৯৯-এ কল দিলে কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সন্নিহিত সাগরে অভিযান চালিয়ে লুট করা মাছসহ ১৮ জলদস্যুকে আটক করে কোস্ট গার্ড।

গত ৬ এপ্রিল হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়রার চর টাংকির ঘাট এলাকার জলদস্যু আব্দুর রব ও তাঁর সহযোগী আহছান উল্লাহকে (৫২) আটক করেছে হাতিয়া থানা পুলিশ। 

গত ২৮ মার্চ নোয়াখালীর হাতিয়া উপজেলার চরগাশিয়ার কুখ্যাত জলদস্যু ফখরুল ইসলামের (ফকরা ডাকাত) প্রধান সহযোগী নাসির উদ্দিনকে (৩৪) আটক করেছে হাতিয়া কোস্ট গার্ড। পরে তাঁদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

আত্মসমর্পণ করা জলদস্যুদের অনেকে ভিন্ন পেশায়

তবে আত্মসমর্পণ করা জলদস্যুদের কেউ কেউ সৎপথেও আছেন বলে জানিয়েছেন স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। তাঁদের কেউ কেউ মাছ শিকার, লবণ চাষ ও নাইট গার্ডের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কেউ আবার জনপ্রতিনিধিও হয়েছেন। আত্মসমর্পণকারী জলদুস্যদের গতিবিধির ওপর নজর রাখছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

সূত্র জানায়, একসময় আত্মসমর্পণকারীরা সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন বিভিন্ন খাল ও সাতক্ষীরা রেঞ্জের কাটেশ্বর ও সাপখালীসংলগ্ন অঞ্চলের বনজীবী ও জলজীবী সাধারণ মানুষকে নিশানা করে চাঁদাবাজি ও ডাকাতি করত। এ ছাড়া অপহরণ করাও ছিল তাদের কাজ। এ অবস্থায় ২০১৬ সালে জলদুস্যরা র‌্যাবের মাধ্যমে আত্মসমর্পণের উদ্যোগ নেয়। এরপর ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সুন্দরবনের কুখ্যাত জলদস্যু শান্ত বাহিনী ও আলম বাহিনীর প্রধানসহ ১৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। বরিশাল র‌্যাব-৮-এর কার্যালয়ে ১৪ বনদস্যু ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও এক হাজার আট রাউন্ড গোলাবারুদও জমা দেয় সেদিন।

এরপর ২০১৭ সালের ৩০ জানুয়ারি সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরপর চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে আত্মসমর্পণ করে ১২৭ জন জলদস্যু। তাঁরা একসময় বঙ্গোপসাগরের পেশাদার জলদস্যু হিসেবে পরিচিত ছিল। তাঁদের মধ্যে রহিমা বেগম নামের এক নারীও ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার এলাকার আত্মসমর্পণ করা ১২৭ জনের বেশির ভাগ কক্সবাজার অঞ্চলে মাছ শিকার, লবণ চাষ, নাইট গার্ডসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে সুন্দরবন ও কক্সবাজার এলাকার আত্মসমর্পণকারী জলদুস্যুদের কেউ কেউ গোপনে নতুন করে জলদস্যুদের সঙ্গে হাত মেলাচ্ছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাদের দলকে গ্রেপ্তারে গোয়েন্দারা তৎপরতা চালাচ্ছেন।

চলতি বছর গত ২৩ মার্চ সকাল ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদুস্যদের ঈদ উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে অংশ নিয়ে জলদুস্য রানী খ্যাত রহিমা বেগম বলেন, অনেক মামলার আসামি হয়েছি, মামলাগুলো এখনো চলমান রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে ভালো লাগছে।

আত্মসমর্পণ করা জলদস্যু আবদুল হাকিম বাইশ্যা কালের কণ্ঠকে বলেন, ২০২০ সালে আত্মসমর্পণের পর আমাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। ১১ মাস পর কারাগার থেকে মুক্ত হয়েছি।

তিনি জানান, কারাগার থেকে বের হওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এলাকার লোকজন তাঁকে মেম্বার পদে নির্বাচনের জন্য বলে। তিনি বাশখালী সনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবিকা হিসেবে তিনি ও তাঁর মতো অনেকে এখন মাছ ধরার কাজ করেন। তিনি বলেন, ভালো মানুষ হয়ে যাওয়ার পর এখন অনেক সুখে দিন চলছে আমাদের। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনেছি কক্সবাজার এলাকায় আত্মসমর্পণকারীদের মাঝে কেউ কেউ নতুন করে জলদস্যুতায় জড়াচ্ছে।

বাগের হাটের এসপি তৌহিদুল আরিফ বলেন, জলদস্যুরা আবারও সংগঠিত হচ্ছেএমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করছি রোধ করার জন্য।

সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন বিশাল এরিয়া। শুধু পুলিশ নয়, র‌্যাব ও কোস্ট গার্ড দায়িত্ব পালন করে। আমরা চেষ্টা করছি কোনো জলদুস্য যাতে কোনো কর্মকাণ্ড চালাতে না পারে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ছুটির ঘোষণা

শেয়ার
ছুটির ঘোষণা

আজ ১৪ এপ্রিল সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে কালের কণ্ঠের সব বিভাগ বন্ধ থাকবে। তাই কাল মঙ্গলবার পত্রিকা প্রকাশিত হবে না। তবে আমাদের অনলাইন ও মাল্টিমিডিয়া চালু থাকবে। সম্পাদক

মন্তব্য

আধাপাকা ধান কাটার উৎসব

শেয়ার
আধাপাকা ধান কাটার উৎসব
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাওরাঞ্চলে চলছে আধাপাকা ধান কাটার উৎসব। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কৃষকরা ছুটছেন মাঠে। দাবদাহ উপেক্ষা করে ধান কাটা, মাড়াই ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গতকাল সরাইল থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা
মন্তব্য

মডেল মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট

    গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না : আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মডেল মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ বিজয়ী-২০২০ মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রবিবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা বলেছেন, মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল।

মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, কেন তাঁকে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হবে না এবং কেন তাঁকে গ্রেপ্তার ও আটকের প্রক্রিয়াটি অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে নারুলে হাইকোর্ট এসব বিষয় জানতে চেয়েছেন।

আদালত স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

এর আগে গত ১০ এপ্রিল আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ মডেল মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারার জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হলো। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না : আইন উপদেষ্টা

এদিকে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমকে রাতে যে প্রক্রিয়ায় বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা সঠিক ছিল না।

তিনি বলেন, আমরা স্বীকার করছি, গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক হয়নি।

গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি মানে উনার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই, সেটি নয়। সেটির ব্যাপারে করণীয় কী আছে, সে বিষয়ে অচিরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

মন্তব্য

জয়নুল আবদিন ফারুকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জয়নুল আবদিন ফারুকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

জামায়াত নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের বক্তব্যকে অসত্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্র করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে মর্মে যে বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাঁর এই বক্তব্যে সত্যের লেশমাত্রও নেই। তাঁর এ বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াতের বিরুদ্ধে আজগুবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন।

জয়নুল আবদিন ফারুকের মতো একজন ব্যক্তির মুখে এ ধরনের বক্তব্য মানায় না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদিন ফারুক ইসলামের দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এভাবে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর।

বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ