পাইপলাইনে বাণিজ্যিকভাবে তেল সরবরাহ শুরু এপ্রিলে

সজীব আহমেদ
সজীব আহমেদ
শেয়ার
পাইপলাইনে বাণিজ্যিকভাবে তেল সরবরাহ শুরু এপ্রিলে

পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল আসার বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী এপ্রিল মাস থেকে। তবে পরীক্ষামূলক তেল আসা শুরু হচ্ছে এই মাস থেকেই। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন পাইপলাইনে তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এই পাইপলাইনের মাধ্যমে বছরে ৩০ লাখ টন তেল আসবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে। পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যয় ও তেল অপচয় ঠেকানোসহ বছরে অন্তত ২৫০ কোটি টাকা সাশ্রয় হবে বলে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল আসে নদী ও সড়কপথে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝেমধ্যেই তেল পরিবহন বাধাগ্রস্ত হয়।

এ ছাড়া নদী ও সড়কপথে তেল পরিবহনের কারণে খরচ যেমন বেশি, তেমনি তেল চুরির অভিযোগ রয়েছে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে নৌপথে নাব্যতা কমে যাওয়ায় তেল পরিবহন করাও কঠিন হয়ে পড়ে। এসব সংকট নিরসনেই ২০১৮ সালের অক্টোবরে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বিপিসির পদ্মা অয়েল কম্পানির তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়।
শুরুতে পাইপলাইন প্রকল্পটির ব্যয় দুই হাজার ৮৬১ কোটি ৩১ লাখ টাকা ধরা হয়। পরে সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৬০০ কোটি টাকা। তবে প্রকল্পটির কাজ আরো দুই বছর আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় বিলম্ব হয়েছে।

জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করছে বিপিসি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান কালের কণ্ঠকে বলেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক তেল আনার কার্যক্রম চলবে। এপ্রিল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবহন ব্যয় ও অপচয় অনেকটাই রোধ করা সম্ভব হবে।

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের পরিচালক আমিনুল হক কালের কণ্ঠকে বলেন, এই পাইপলাইনের মাধ্যমে পুরোপুরি তেল সরবরাহ শুরু হলে বিপুল পরিমাণ পরিবহন ব্যয় ও অপচয় রোধ করা যাবে। এর মাধ্যমে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যেই প্রকল্পের ব্যয় উঠে আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের ৯০ শতাংশ পরিবাহিত হয় নৌপথে। তেল বিপণন কম্পানিগুলোর নিয়ন্ত্রণে থাকা প্রায় ২০০টি অয়েল ট্যাংকার এসব জ্বালানি তেল পরিবহন করে। নৌপথে জ্বালানি তেল পরিবহনে সিস্টেম লসের পাশাপাশি বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। তা ছাড়া শুষ্ক মৌসুমে নাব্যতা কমে যাওয়ায় জ্বালানি তেল পরিবহনে সংকট তৈরি হয়। অপরদিকে বেসরকারি খাতের প্রায় ৩০ হাজার ট্যাংক লরির পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমে সড়ক ও রেলপথেও জ্বালানি তেল পরিবহন করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। 

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ মেট্রিক টন। মোট চাহিদার প্রায় ৪০ থেকে ৪২ শতাংশই জ্বালানি তেল ব্যবহৃত হয় ঢাকা বিভাগে। চাহিদা পূরণে চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তাখাল প্রধান ডিপো থেকে নৌপথে নারায়ণগঞ্জের গোদনাইল, ফতুল্লা ও চাঁদপুর ডিপোতে নেওয়া হয়। এরপর সেখান থেকে সড়কপথে পরিবহন ও রেলওয়ে ওয়াগনের মাধ্যমে সরবরাহ করা হয়।

বিপিসির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি চালু হলে জ্বালানি তেল সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে মজুদ সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নৌপথের ওপর তেল পরিবহনের নির্ভরশীলতা ও পরিবহন ঝুঁকি এবং অপারেশনাল লস কমে আসবে।

পাইপলাইন প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত সাতটি স্টেশনসহ ২৪১.২৮ কিলোমিটার ১৬ ইঞ্চি ব্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ, গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত দুটি স্টেশনসহ ৮.২৯ কিলোমিটার ১০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন নদীর তলদেশ দিয়ে অন্তত ৯ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। প্রকল্পটির আওতায় কুমিল্লার বরুড়ায় নতুন একটি ডিপো স্থাপন করা হয়েছে। এখান থেকে খুব সহজে কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

এসিআই মোটরস : ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে গ্রাহকদের নিয়ে ইফতার মিট-আপ আয়োজন করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক এতে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় আয়োজনটি হয় রাজধানী ঢাকার পাঁচতারা লা মেরিডিয়ান হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

সাউথইস্ট ব্যাংক : ট্রেনিং ইনস্টিটিউটে রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং এমডি মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

বিডিবিএল : বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) দশম এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভায় কম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত ও পরিচালক মো. চয়নুল হক।

প্রাসঙ্গিক
মন্তব্য

ডিএক্স ঈদ ফেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএক্স ঈদ ফেস্ট শুরু

ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ডিএক্স ঈদ ফেস্ট ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।

এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com-এ উপভোগ করা যাবে। সম্পূর্ণ কাগজবিহীন এই ক্যাম্পেইন বছরের সর্ববৃহৎ বিক্রয় মৌসুমে গ্রাহকদের সত্ঙ্গে টেকসই যোগাযোগের একটি নতুন দিগন্ত হয়ে থাকবে। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, প্রতিবছর ডিএক্স গ্রুপ সেরা পণ্য ও সেবার মাধ্যমে লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে থাকে। এ বছর আমরা গ্রাহকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করতে চাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ