ক্যান্সার রোগীদের চিকিৎসা আরো সুলভ করতে চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে উৎস কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে সরকার। গত রবিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যান্সার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানি করা পণ্যের ওপর আরোপ করা উৎস কর সংগ্রহের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৫ জানুয়ারি এনবিআরে ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এনবিআর চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
চিঠিতে তিনি জানান, ক্যান্সারের ওষুধ ও ওষুধের কাঁচামালের ওপর আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) এবং অ্যাডভান্স ট্যাক্স (এটি) কমিয়ে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধে এআইটি ও এটি আরোপ করলে সরকারের রাজস্ব বাড়বে ৩৪০ থেকে ৩৫০ কোটি টাকা। তিনি আরো বলেন, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।
অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের দরিদ্র মানুষ ক্যান্সার আক্রান্ত হলে এই রোগের পেছনে ব্যয় করতে গিয়ে নিজে ও পরিবার নিঃস্ব হয়ে যায়।