লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল ফিতর-পরবর্তী প্রথম কার্যদিবস গতকাল রবিবার মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২০৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াসূচক ডিএসইএস ০.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬৭ পয়েন্টে আর ডিএস৩০ ১৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হওয়া ৩৯৭টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির; অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ৩০টি কম্পানির বাজারদর।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

টবি লুটকে

    প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই
শেয়ার
টবি লুটকে

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

ব্যাপকভাবে এআই ব্যবহারের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যেতে পারে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

গ্রাহকরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আর প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবে, তারা পাবে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।
টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো—দুটি ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ