<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে কাজের স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। অন্তর্বর্তী সরকারের নির্দেশে মেয়রের অপসারণের পর বর্তমানে বিভাগীয় কমিশনার প্রশাসকের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের দৈনন্দিন ও বিশেষ কাজগুলো শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন। এর ইতিবাচক প্রভাব মাঠ পর্যায়ে পড়তে শুরু করেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে ওয়ার্ড কাউন্সিলররা এখনো উদ্বেগের মধ্যে রয়েছেন। হামলার ভয়ে তাঁরা সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে যাচ্ছেন না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো ময়মনসিংহ সিটিতেও অচলাবস্থার সৃষ্টি হয়। প্রশাসক যোগ দেওয়ার পর তা অনেকটাই কেটে গেছে। হামলা-হুমকির ভয় কাটিয়ে কর্মকর্তারা অনেকটা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কিছুটা উদ্বেগে রয়েছেন ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলররা। বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় কোনো কাউন্সিলরই বর্তমানে প্রধান কার্যালয়ে যাচ্ছেন না। নিজ নিজ ওয়ার্ডে অনেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার ও  লোকজনকে হয়রানি করার জন্য কোনো কোনো কাউন্সিলর অস্বস্তিতে আছেন বলে জানা গেছে। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু মহানগর আওয়ামী লীগের সভাপতি। ৩৩টি ওয়ার্ডের বেশির ভাগ কাউন্সিলর আওয়ামী লীগের নেতা। সরকার পতনের পর হামলার ভয়ে তাঁরা অফিসে যাওয়া বন্ধ করে দেন। কর্মচারীরাও অফিসে যাচ্ছিলেন না। সাবেক মেয়র ও কাউন্সিলররা অফিসে যাওয়া বন্ধ করলে স্বাভাবিক দাপ্তরিক কাজে বেশ ব্যাঘাত ঘটে। পরে সরকারের পক্ষ থেকে অনুপস্থিত সিটি মেয়রদের অপসারণের ঘোষণা আসে। এরপর সিটি মেয়র ইকরামুল হক টিটু অফিসে আসেন। কিন্তু পরদিনই সরকারের ঘোষণায় তিনি অপসারিত হন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিটি মেয়র টিটুর কার্যালয়ে আসার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে। তারা সিটি কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সেখানে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলরাও। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র জানায়, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া দায়িত্ব নেওয়ার পর নাগরিকদের নিয়ে মতবিনিময়সভা করেন। পরিচ্ছন্নতাকর্মীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়েও সভা করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সমস্যার কথা শুনে তিনি এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেন। এর পর ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে আসে সিটি করপোরেশনের কার্যক্রম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশন কার্যালয়ের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্মমৃত্যু নিবন্ধনের পাশাপাশি দাপ্তরিক অন্যান্য দৈনন্দিন কাজ চলছে। বর্জ্য ব্যবস্থাপনার কাজে আগের চেয়ে গতি বেড়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা নিজ নিজ এলাকায় অবস্থান করলেও সিটি করপোরেশনের কার্যালয়ে আসা নিয়ে ভয়ে আছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা সিটি কার্যালয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তাঁরা আশা করছেন, উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে হয়তো একটা নির্দেশনা আসবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদ্যমান পরিস্থিতিতে চলমান উন্নয়নকাজের ক্ষেত্রে কিছুটা স্থবিরতা এসেছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আন্দোলন চলাকালে অনেক শ্রমিক তাঁদের গ্রামে চলে যান। ঠিকাদারদের অনেকে বিগত সরকারের সমর্থক হওয়ায় তাঁরাও আত্মগোপনে। ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দেওয়ার কারণেও সমস্যা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চলতি সপ্তাহ থেকে অসমাপ্ত কাজগুলো আবার স্বাভাবিক গতিতে চালুর প্রত্যাশা রয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, কাউন্সিলরদের প্রধান কাজ নাগরিক সনদ দেওয়া। সে কাজটি চলছে। এই সিটির দৈনন্দিন ও দাপ্তরিক কাজও চলছে। উন্নয়নকাজে কিছুটা সমস্যা হলেও তা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।</span></span></span></span></span></p> <p> </p>