<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম অফিস করবেন আজ বুধবার। বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের সংরক্ষিত এলাকায় উপদেষ্টা পরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিব, উপদেষ্টাদের একান্ত সচিব এবং বিশেষ সহকারীদের একান্ত সচিবকে চিঠি দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আজ সকাল সাড়ে ৯টার মধ্যে আবশ্যিকভাবে পরিচয়পত্রসহ সচিবালয়ে প্রবেশ করতে হবে। প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থানকালে কোনো প্রবেশ পাস ইস্যু করা যাবে না। একই সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী বহন সীমিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে বাংলাদেশ সচিবালয়ের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিরাপত্তা) কাজী আবু সাঈদ কালের কণ্ঠকে বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন। এ জন্য যানবাহন ব্যবস্থাপনা, দর্শনার্থী নিয়ন্ত্রণসহ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই উত্তাল ছিল সচিবালয়। বেশির ভাগ সময় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কেটেছে অস্থিরতায়। পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে হিমশিম খেতে হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>