<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের বৃহত্তম নদী ব্রাজিলের আমাজনের সোলিমোস। সুবিশাল নদীটির পানির স্তর ১৯০২ সালের পর এবার রেকর্ড সর্বনিম্ন হয়ে কঙ্কালসার চেহারা ধারণ করেছে। তা নিয়ে পরিবেশবাদীরাও উদ্বিগ্ন। পরিস্থিতি চলমান থাকলে নদীটি অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে। নদীটি শুকিয়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুতে নদীটির পানির স্তর আরো নিচে নামার আশঙ্কা রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পানিপ্রবাহের হারের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম নদী আমাজন। তার প্রধান দুটি উপনদীর একটি সোলিমোস। সেই নদীর পানির সমস্যা হওয়ার কথা না হলেও বাস্তবে তা ঘটেছে। পরিস্থিতি এত বেগতিক যে, এই নদীর অর্ধেক শুকিয়ে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর খরার কবলে পড়েছে আমাজন অববাহিকা। ফলে একেবারে তলানিতে নেমেছে সোলিমোসের পানির স্তর। নদীর তলদেশের বালু এখন দৃশ্যমান। নৌকাসহ অন্যান্য নৌযান বালুতে আটকা পড়ে আছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মানকাপুরুতে রিও নিগ্রো নদীতে গিয়ে মিশেছে সোলিমোস। দুই নদীর মিলনে জন্ম নিয়েছে আমাজন। অথচ এই মানাউসেই সোলিমোসের গভীরতা মাত্র ৯.৮ ফুটে নেমে এসেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোলিমোস প্রায় পানিশূন্য হয়ে পড়ায় ধাক্কা খেয়েছে মানাউসের অর্থনীতি। সেখানে প্রায় বন্ধ হয়ে গেছে নৌপরিবহন। ফলে এলাকাবাসী শস্য রপ্তানি বা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাজিল সরকারের দাবি, ১২২ বছরের মধ্যে এত খারাপ পরিস্থিতি দেখা যায়নি। গত বছরও সোলিমোস নদীর পানির স্তর নিচে নেমে গিয়েছিল। তবে গতবারের রেকর্ড ভেঙে গেছে এবার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নদী বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে সোলিমোসের পানির স্তর আরো কমবে। কারণ শুকনা মৌসুম শেষ হয়ে বৃষ্টি শুরু হতে সেখানে আরো অন্তত এক মাস দেরি আছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p>