বেতন-বোনাসের দাবিতে গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ও চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ও চট্টগ্রাম
শেয়ার
বেতন-বোনাসের দাবিতে গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর বাসন এলাকার জায়ান্ট নিট ফ্যাশন কতৃর্পক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে সকাল থেকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান।

নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করে—‘সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জান-মালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এর প্রতিবাদে শ্রমিকরা প্রথমে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষোভ-ভাঙচুর এড়াতে আশপাশের ১০টির মতো কারখানায় ছুটি ঘোষণা করে কতৃর্পক্ষ।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার ওই কারখানার শ্রমিকরা বোনাস এবং ঈদের ছুটি ১০ দিনের দাবিতে কর্মবিরতি পালন করেন। উত্তেজিত শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর এবং চার কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করে।

পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, জায়ান্ট নিট ফ্যাশনের শ্রমিকদের বেতন-বোনাস বকেয়া নেই। কারখানা বন্ধের প্রতিবাদে তাঁরা মহাসড়ক অবরোধ করেছিলেন। ওই জেরে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে ঈদের ছুটি ১১ দিনের পরিবর্তে ১২ দিন করার দাবিতে সদর উপজেলার ভবানীপুর এলাকার গ্রিন ফাইবার কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে ১০ মিনিটের মতো সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

চট্টগ্রামে বকেয়ার দাবিতে সড়ক অবরোধ : চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গতকাল সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করে নগরীর ফ্রি পোর্ট এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। তবে দুুপুর ১টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানিয়েছে, কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। লে-অফ চলাকালে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাদি গত ২০ মার্চ ব্যাংকের মাধ্যমে এবং যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাঁদের বিকাশ অ্যাকাউন্টে পরিশোধ করার কথা ছিল। কিন্তু কোনো শ্রমিক নির্দিষ্ট তারিখে বেতন পাননি। একটি নোটিশের মাধ্যমে মালিকপক্ষ জানায়, আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করা হবে। শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে সড়ক অবরোধ করেন।

ইপিজেড এলাকায় সড়ক অবরোধের কারণে ওই সড়কে চলাচলকারী অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। ফ্রি পোর্টের পর পেডাল রিকশায় কাছের গন্তব্যে যাওয়া গেলেও দূরের গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়ায় অনেকে মোটরসাইকেলে চড়েছে। এ ছাড়া ফ্রি পোর্ট মোড়ে শ্রমিকরা অবস্থান নেওয়ায় নগরীর স্টিল মিল পর্যন্ত সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও আটকা পড়েছে যানজটে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান কালের কণ্ঠকে বলেন, মালিকপক্ষ ২৫ মার্চ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। পরে শ্রমিকরা সেই আশ্বাস মেনে দুপুর ১টার দিকে সড়ক থেকে সরে যান। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

কম দামে টিসিবির পণ্য

শেয়ার
কম দামে টিসিবির পণ্য
কখন আসবে টিসিবির ট্রাক—এই অপেক্ষায় তাঁরা সবাই। একটু কম দামে টিসিবির পণ্য কেনার আশায় ভোর থেকে এসে লাইন ধরে বসে আছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। গতকাল রাজধানীর মহাখালী চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে তোলা। ছবি : লুৎফর রহমান
মন্তব্য

বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার বার্তা দিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির চালিকা শক্তি হিসেবে পরিচিত আরএসএস বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধিসভায় শনিবার উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে। বলেছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা, অবিচার এবং নিপীড়ন চালাচ্ছে মৌলবাদীরা। এ নিয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।

পাশাপাশি পাকিস্তান, ডিপ স্টেটের উসকানিতেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে বলে দাবি করেছে আরএসএস। 

তারা প্রস্তাবে আরো বলেছে, বাংলাদেশে একের পর এক মঠ, মন্দির, দুর্গাপূজা প্যান্ডেল, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাঙা, নৃশংস হত্যাকাণ্ড, সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। নারীদের ওপর লাগাতার অপহরণ ও নির্যাতন, জোর করে ধর্ম পরিবর্তনের মতো খবর আসছে। এসব ঘটনা নিছক রাজনৈতিক নয়।

এখানে ধর্মীয় দিকটিকে অস্বীকার করা, সত্য থেকে দূরে সরে যাওয়া বোঝায়। কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি করে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভারতের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সূত্র : এএনআই

 

মন্তব্য

অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের
জিনাত হুদা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জিনাত হুদার বিচার ও তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল রবিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, আমরা লক্ষ করছি, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সরকারকে নিঃশর্ত সমর্থন এবং গণহত্যায় উৎসাহিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ কর্তৃক প্রত্যাখ্যাত ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে আমরা ফ্যাসিস্টের দোসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত অধ্যাপক জিনাত হুদার এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাদা দলের নেতারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানীত শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত এবং ঢাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় অধ্যাপক জিনাত হুদা আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নন। এর পরও সাধারণ সম্পাদক পরিচয়ে বক্তব্য ও বিবৃতি দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং প্রশাসনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছেন। এমন অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিয়ে বিষোদগার, নেতিবাচক মন্তব্য, গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে খুনি শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের দোসর অধ্যাপক জিনাত হুদাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

 

 

 

 

মন্তব্য
হত্যাকাণ্ডের তিন বছর আজ

টিপু হত্যা মামলার বিচার সাক্ষ্যগ্রহণে আটকে আছে

মাসুদ রানা
মাসুদ রানা
শেয়ার
টিপু হত্যা মামলার বিচার সাক্ষ্যগ্রহণে আটকে আছে

তিন বছর আগে রাজধানীর মতিঝিল এলাকার আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে ব্যস্ত সড়কে গুলি করে হত্যা করা হয়। ২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুর সড়কে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সে সময় পথচারী সামিয়া আফরান জামাল প্রীতিও নিহত হন। ওই জোড়া খুনের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে উঠে আসে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীসহ ৩৩ আসামির নাম।

১১ মাস আগে আলোচিত এ মামলার বিচার শুরু হলেও একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়নি। এতে সাক্ষ্যগ্রহণ ছাড়াই আটকা রয়েছে বিচার কার্যক্রম।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী কালের কণ্ঠকে বলেন, এ মামলায় বাদীর জেরার জন্য দিন ধার্য রয়েছে। তবে তিনি আদালতে আসছেন না।

যদি তিনি সাক্ষ্য দিতে না আসেন, প্রয়োজনে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আমরা দ্রুত এ মামলার বিচার শেষ করতে চাই।

বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটি বিচারাধীন। সর্বশেষ গত ১৩ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে সাক্ষ্য দিতে কেউ আদালতে হাজির হননি। এ জন্য রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করে। পরে আদালত আগামী ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

২০২৩ সালের ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। গত বছরের ২৯ এপ্রিল আদালত ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ওই বছরের ২০ জুন মামলার বাদী ফারহানা ইসলাম ডলি সাক্ষ্য দেন। ওই দিন আদালত জেরার জন্য ১৮ জুলাই দিন ধার্য করেন। তবে পরবর্তী সময়ে এ মামলায় কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ মামলার আসামিরা হলেনআন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর; প্রধান সমন্বয়কারী সুমন সিকদার মুসা, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু; ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর; ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ঘাতক সোহেল; মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ; হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ; মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর, আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা; ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

বাদী ফারহানা ইসলাম ডলির আইনজীবী গাজী জিল্লুর রহমান বলেন, পটপরিবর্তনের পর তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। যে কারণে তিনি আদালতে এসে সাক্ষ্য দিতে পারছেন না। এই সুযোগে আসামিরা জামিনে বের যাচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আদালতে এসে সাক্ষ্য দেবেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। তবে বক্তব্যের জন্য বাদী ফারহানা ইসলাম ডলির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ