কুমিল্লার দাউদকান্দিতে আবু সাঈদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের হামলায় মোহাম্মদ আলী (৩৫) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারের গোমতী সেতুর কাছে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ দাউদকান্দির পেন্নাই গ্রামের মৃত হাজী আবদুস ছামাদ মিয়ার বড় ছেলে। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (১৯) অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গুরুতর আহত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে। আবু সাঈদের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার দুপুরে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকারকে পেন্নাই বাসস্ট্যান্ডে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু সাইদ ও মোহাম্মদ আলী। তাঁরা শনিবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারযোগে তিতাস উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর বাজারে গোমতী সেতুর কাছে হামলার শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁদের। কিন্তু পথেই আবু সাইদ মারা যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা আমেনা বেগম বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে মনির চেয়ারম্যান হত্যা মামলায় জড়ানো হয়েছে।
’
গৌরীপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, একটি প্রাইভেট কারযোগে মোহাম্মদ আলী ও আবু সাঈদ তিতাস উপজেলার দিকে যাচ্ছিল। গৌরীপুর বাজারের উত্তরে গোমতী সেতুর কাছে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের প্রাইভেট কারে হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে তাদের মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মারা যান। উভয়েই মনির চেয়ারম্যান হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহত সাঈদের লাশ ময়নাতদন্তের পর তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।