ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬
প্রাকৃতিক দুর্যোগ

সিলেটে ১২ দিনের মধ্যে আবার ভূকম্পন

  • ► সিলেটে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল আসামের কাছাড়ে ► সিলেটে তিন মাসেরও কম সময়ে চার ভূমিকম্প, এ মাসেই তিনবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট
শেয়ার
সিলেটে ১২ দিনের মধ্যে আবার ভূকম্পন

সিলেটে ১২ দিনের মধ্যে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টা ১৮ মিনিটে হালকা ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনবার ভূমিকম্প হলো সিলেটে।

  চলতি বছরের ১৬ জুন থেকে গতকাল (৯ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেটে উৎপত্তি ও অনুভূত হওয়া ভূমিকম্পের সংখ্যা দাঁড়াল চার। বিশেষজ্ঞরা বলছেন, এসব ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত।

গতকালের ভূমিকম্পে রাত ৯টা পর্যন্ত সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজনকে বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায়। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে ছিল, সিলেট থেকে যা ৯৬.৫ কিলোমিটার দূরে (পশ্চিম উত্তর-পশ্চিমে)। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৪৩ কিলোমিটার।

এর আগে চলতি বছর সিলেটে গত ২৯ আগস্ট ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে। এর মাত্র ১৫ দিন আগে ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে সিলেটসহ সারা দেশে ৫.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের করিমগঞ্জের কাছে বাংলাদেশ সীমান্তে। চলতি বছরের ১৬ জুন রাজধানীসহ সারা দেশে ৪.৫ মাত্রার আরেকটি মৃদু ভূকম্পন অনুভূত হয়।

উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ।

সিলেটে চলতি বছর জুন থেকে এখন পর্যন্ত চারটি ভূমিকম্পের বিষয়টিকে ভূতাত্ত্বিক ফাটলরেখার সক্রিয়তাকে নির্দেশ করছে বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। গতকালের ভূমিকম্পটির উৎপত্তি দেশের সীমানার বাইরে হলেও যে ফল্টে ভূমিকম্পটি হয়েছে, সেটি বাংলাদেশেও রয়েছে। কাজেই এসব ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক)ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গতকাল কালের কণ্ঠকে বলেন, আসামের যে ভূতাত্ত্বিক ফাটলরেখায় ভূমিকম্প হয়েছে, সেটি বাংলাদেশের মধ্যেও আছে। এটাকে আমরা বলি প্লেট বাউন্ডারি ফল্ট। এই প্লেট বাউন্ডারি ফল্ট ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে শুরু করে আরাকান হয়ে বাংলাদেশের পূর্ব অংশ, অর্থাৎ কুমিল্লা ও সিলেট হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। সুতরাং এটি কোনো বিচ্ছিন্ন ভূমিকম্প নয়।

প্লেট বাউন্ডারি ফল্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো থেকে ছোট ছোট ভূমিকম্প হতে থাকে। এই ছোট ছোট ভূমিকম্প কখনো সঞ্চিত শক্তিকে ছেড়ে দেয় বা তাদের সিস্টার ফল্টে পার করে দেয়। অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যেহেতু ছোট ছোট ভূমিকম্প বারবার এই ফল্ট লাইন বরাবর হচ্ছে, সেটা নির্দেশ করে এই ভূতাত্ত্বিক ফাটলরেখা খুবই সক্রিয় অবস্থায় আছে। এই সক্রিয়তা একটা বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। সেটা আসামেও হতে পারে, সিলেটেও হতে পারে। আসামের একই জায়গায় ৬ মাত্রার একটা ভূমিকম্প হলে সেটা ধ্বংসাত্মক হতে পারে এবং ক্ষয়ক্ষতি সিলেট পর্যন্ত আসার আশঙ্কা রয়েছে। ৬ মাত্রার একটা ভূমিকম্প ৪.৪ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ভূমিকম্পবিষয়ক গবেষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার কালের কণ্ঠকে বলেন, দুই বছর ধরেই সিলেটে ভূমিকম্পের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। দুই বছর ধরে ডাউকি ফল্ট ও সাবডাকশন জোনে ভূমিকম্প হচ্ছে। এখানে যেকোনো সময় বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এসব ছোট ভূমিকম্প তারই আলামত। সৈয়দ হুমায়ুন আখতার জানান, গতকালের ভূমিকম্পটি ডাউকি ফল্টে হয়েছে। এটি তাৎপর্যপূর্ণ। এই ফল্টেও বড় বড় ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ট্রেনের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার দুপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম ও তারেক নামের দুই বন্ধু নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো তিনজন। কাইয়ুম কুমিল্লার দেবীদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ান। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া ডিশ লাইনের তার পেঁচিয়ে তাঁরা চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একজন ঘটনাস্থলেই মারা যান।
আরেকজন জেলা সদর হাসপাতালে মারা যান। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, রেললাইনের ওপর দিয়ে যাওয়া তার পেঁচিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান কয়েকজন যুবক। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

 

মন্তব্য

সাতক্ষীরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সাতক্ষীরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একজন এবং গতকাল বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন আশাশুনি উপজেলার শাহানগর গ্রামের বাসিন্দা ও কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু (৪০) এবং একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫)। তাঁরা দুজনই মাদুর ব্যবসায়ী ছিলেন।

মন্তব্য

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই : এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই : এনসিপি

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছেন বলেও অভিযোগ তাদের। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তরে সংযুক্ত) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা।

এতে তাঁর হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলা চালান। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন।

মন্তব্য

উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।

এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়। আটক ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ তাঁকে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ