নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ‘মায়ের দোয়া ব্রিকস’ নামের ইটভাটার কারণে গ্রামের পরিবেশ দূষণের পাশাপাশি মারত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের কোমলমতি শতাধিক শিক্ষার্থী। প্রধান শিক্ষক ক্ষমা রানী দেবনাথ অনেকটা ক্ষুব্ধ হয়েই বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে প্রায় ১৭ বছর ধরে চলছে এই ইটভাটা! বন্ধের জন্য বহু অভিযোগ দিয়েছি, কিন্তু কোন কাজ হয়নি। আর আপনারা লিখলেই কি হবে? শুধু শুধু আমাদের দৌড়াবেন। কর্তৃপড়্গ একটি লিখিত অভিযোগ দিতে বলবেন, এরপর আর কিছুই হবে না।
বিদ্যালয় ঘেঁষে ইটভাটা
- ময়মনসিংহের ফুলবাড়িয়া
মো. আব্দুল হালিম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামে ২ নম্বর নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৪০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ইটভাটার ছাই, ধুলাবালির মধ্যে শ্রেণিকক্ষে শিশুদের পাঠদান করানো হয়। চিকিৎসকদের মতে, ধুলাবালির কারনে শিশুদের অ্যালার্জি হতে পারে।
স্থানীয় প্রভাবশালী তোজাম্মেল হক তোজা গংরা নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে জনবসতি এলাকায় গড়ে তুলেছেন ‘মায়ের দোয়া ব্রিকস’ নামের ইটভাটা। ইটভাটা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সংরক্ষিত সরকারি বনাঞ্চল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাওগাঁও ভায়া বাবুগঞ্জ বাজার পাকা সড়কের পাশেই নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘেঁষেই ‘মায়ের দোয়া ব্রিকস’ নামের ইটভাটাটি।
ইটভাটার মালিক তোজাম্মেল হক তোজা বলেন, ‘ভাটার কোন অনুমতি নেই, কয়লা দিয়ে ইট পুড়ানো হয়। পরিবেশ অধিদপ্তরে কাগজপত্র জমা দেওয়া আছে। বিদ্যালয়ের একপাশ দিয়ে টিনের বেড়া দিয়ে দিয়েছি, ইটভাটার কারনে শিক্ষার্থীদের কোন সমস্যা হয় না। ক্লাশ চলাকালে মাটি গুলার মেশিন (ইঞ্জিল চালিত) বন্ধ রাখা হয়।’
প্রধান শিক্ষক ক্ষমা রানী দেবনাথ বলেন, ‘ইটভাটার বিষাক্ত ধোঁয়ার গন্ধে অনেক সময় বিদ্যালয়ে টিকে থাকা যায় না। ভাটার ধুলাবালিতে শ্রেণিকক্ষে স্তর পরে যায়। শিক্ষার্থীরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয় বেশি।’ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. হারুন আল মাকসুদ বলেন, শিশুরা ধুলাবালিতে থাকলে অ্যালার্জি, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ বলেন, ‘ইটভাটার বিরুদ্ধে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা


সংস্কারে ১১ দল মতামত দিয়েছে
নিজস্ব প্রতিবেদক

সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরো চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১১টি দল তাদের মতামত জমা দিয়েছে। এ দলগুলোকে নিয়ে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে এসব আলোচনা জাতীয় সংসদ ভবনে করা হবে।
গতকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, মতামতের বিষয়ে কোনো কিছু না জানানো দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। এর আগে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

জুলাই আন্দোলনে আহতদের পুনাকের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে। গতকাল রবিবার বিকেলে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জনকে দেখতে যান। এ সময় তিনি তাঁদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহসভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর।

পিলখানা হত্যাকাণ্ড
২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশ আজ
নিজস্ব প্রতিবেদক

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে থাকা ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার জামিনের বিষয়ে শুনানি হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর।