ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

বিদ্যালয় ঘেঁষে ইটভাটা

  • ময়মনসিংহের ফুলবাড়িয়া
মো. আব্দুল হালিম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
মো. আব্দুল হালিম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
শেয়ার
বিদ্যালয় ঘেঁষে ইটভাটা
ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ‘মায়ের দোয়া ব্রিকস’ নামের ইটভাটার কারণে গ্রামের পরিবেশ দূষণের পাশাপাশি মারত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের কোমলমতি শতাধিক শিক্ষার্থী। ছবি : কালের কণ্ঠ

নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে মায়ের দোয়া ব্রিকস নামের ইটভাটার কারণে গ্রামের পরিবেশ দূষণের পাশাপাশি মারত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের কোমলমতি শতাধিক শিক্ষার্থী। প্রধান শিক্ষক ক্ষমা রানী দেবনাথ অনেকটা ক্ষুব্ধ হয়েই বলেছেন, প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে প্রায় ১৭ বছর ধরে চলছে এই ইটভাটা! বন্ধের জন্য বহু অভিযোগ দিয়েছি, কিন্তু কোন কাজ হয়নি। আর আপনারা লিখলেই কি হবে? শুধু শুধু আমাদের দৌড়াবেন। কর্তৃপড়্গ একটি লিখিত অভিযোগ দিতে বলবেন, এরপর আর কিছুই হবে না।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামে ২ নম্বর নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৪০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ইটভাটার ছাই, ধুলাবালির মধ্যে শ্রেণিকক্ষে শিশুদের পাঠদান করানো হয়। চিকিৎসকদের মতে, ধুলাবালির কারনে শিশুদের অ্যালার্জি হতে পারে।

অ্যালার্জির ফলে হাঁচি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত ধুলার মধ্যে দীর্ঘদিন থাকলে নিউমোনিয়াও হতে পারে।

স্থানীয় প্রভাবশালী তোজাম্মেল হক তোজা গংরা নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে জনবসতি এলাকায় গড়ে তুলেছেন মায়ের দোয়া ব্রিকস নামের ইটভাটা। ইটভাটা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সংরক্ষিত সরকারি বনাঞ্চল।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ফসলি জমিতে অবৈধ এ ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে কাঠ পুড়ার ফলে ধ্বংস হচ্ছে বনজ ও ফলদ গাছ। ভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে আম, কাঠাল, নারিকেল, সুপারিসহ কৃষি ফসলের মারত্মক ক্ষতি হচ্ছে। ইটভাটার মালিকরা স্থানীয় প্রভাশালী হওয়ায় শিড়্গার্থীদের অভিভাবক ও গ্রামের কেউ ভয়ে কিছু বলতে সাহস করে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাওগাঁও ভায়া বাবুগঞ্জ বাজার পাকা সড়কের পাশেই নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘেঁষেই মায়ের দোয়া ব্রিকস নামের ইটভাটাটি।

ইট তৈরির জন্য মাটির স্তুপ করে রাখায় বিদ্যালয়ের প্রবেশের প্রধান সড়কটি একবারে সরু হয়ে গেছে। সরু সড়কের পূর্বপাশে দেওয়া হয়েছে টিনের বেড়া। শ্রেণিকক্ষ থেকে ইটভাটার চিমনির দূরত্ব সর্বোচ্চ ৫০ মিটার। অফিস কক্ষের পেছনের দেয়াল ঘেঁষে ভাটায় তৈরি মাটির কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছে। শ্রেণিকক্ষের জানালার কাছে বসানো হয়েছে ইঞ্জিন চালিত দুটি মেশিন। ইট তৈরির জন্য মেশিনে মাটি গুলা (প্রস্তুত করা) সময় ইঞ্জিনের বিকট শব্দে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। প্রায় দেড়ঘণ্টা বিদ্যালয়টিতে অবস্থানকালে দেখা যায়, পরিবেশ ও শব্দ দূষণের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। ভাটা থেকে একের পর এক ইটের গাড়ি বের হওয়ার ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে আশপাশের এলাকা। শ্রেণিকড়্গের ব্রেঞ্চে রাখা শিড়্গার্থীদের বই খাতায় ধুলাবালি স্তর পরে যায়। বিদ্যালয় মাঠে খেলা করছে জামান, খলিল, তামিমসহ ৭ থেকে ৮ জন শিড়্গার্থী। তারা তৃতীয় ও পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের অভিযোগ, ইটভাটা থেকে সব সময় ধুলাবালি ও কালো ছাই আসে শ্রেণিকড়্গে। মাঝে মধ্যে বাতাসের সাথে দূর্গন্ধ আসে। তখন শ্বাস নিতে কষ্ট হয়।

ইটভাটার মালিক তোজাম্মেল হক তোজা বলেন, ভাটার কোন অনুমতি নেই, কয়লা দিয়ে ইট পুড়ানো হয়। পরিবেশ অধিদপ্তরে কাগজপত্র জমা দেওয়া আছে। বিদ্যালয়ের একপাশ দিয়ে টিনের বেড়া দিয়ে দিয়েছি, ইটভাটার কারনে শিক্ষার্থীদের কোন সমস্যা হয় না। ক্লাশ চলাকালে মাটি গুলার মেশিন (ইঞ্জিল চালিত) বন্ধ রাখা হয়।

প্রধান শিক্ষক ক্ষমা রানী দেবনাথ বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার গন্ধে অনেক সময় বিদ্যালয়ে টিকে থাকা যায় না। ভাটার ধুলাবালিতে শ্রেণিকক্ষে স্তর পরে যায়। শিক্ষার্থীরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয় বেশি।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. হারুন আল মাকসুদ বলেন, শিশুরা ধুলাবালিতে থাকলে অ্যালার্জি, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ বলেন, ইটভাটার বিরুদ্ধে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা

শেয়ার
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা
শাহজালাল বিমানবন্দরে গতকাল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি
মন্তব্য

সংস্কারে ১১ দল মতামত দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংস্কারে ১১ দল মতামত দিয়েছে

সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরো চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১১টি দল তাদের মতামত জমা দিয়েছে। এ দলগুলোকে নিয়ে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে এসব আলোচনা জাতীয় সংসদ ভবনে করা হবে।

এর বাইরেও ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছে সংস্কার কমিশনের কাছে।

গতকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, মতামতের বিষয়ে কোনো কিছু না জানানো দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। এর আগে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ১৩ মার্চের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছিল।

মন্তব্য

জুলাই আন্দোলনে আহতদের পুনাকের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই আন্দোলনে আহতদের পুনাকের আর্থিক সহায়তা

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে। গতকাল রবিবার বিকেলে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জনকে দেখতে যান। এ সময় তিনি তাঁদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহসভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর।

মন্তব্য
পিলখানা হত্যাকাণ্ড

২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশ আজ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে থাকা ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার জামিনের বিষয়ে শুনানি হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ